East Bengal | CFL 2024: মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল, আসল না ডায়মন্ড হারবার! ঘরোয়া লিগের রং কি লাল-হলুদ?

East Bengal FC vs Diamond Harbour FC: ইস্টবেঙ্গল কি আদৌ জিতল ৪০ তম কলকাতা লিগ?  

Updated By: Feb 13, 2025, 05:18 PM IST
East Bengal | CFL 2024: মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল, আসল না ডায়মন্ড হারবার! ঘরোয়া লিগের রং কি লাল-হলুদ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪০ তম কলকাতা লিগ (CFL 2024) জয়ের সঙ্গেই কি ইস্টবেঙ্গল তাঁবুতে ঢুকে পড়ল মরসুমের প্রথম ট্রফি? ২০১৭ সালের পর কি ফের মশালবাহিনী ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন? আনুষ্ঠানিক ভাবে এই উত্তর পাওয়ার অপেক্ষা করতে হবে আরও... আজ, বৃহস্পতিবার দুপুরে লিগ নির্ধারক ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এফসি ও ডায়মন্ড হারবার এফসি-র (East Bengal FC vs Diamond Harbour FC), নির্ধারিত সময় মতো ঠিক দুপুর দুটোয় ইস্টবেঙ্গল একাদশ মাঠে নেমে পড়েছিল। কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে দেখা মেলেনি ডায়মন্ড হারবারের। 

আরও পড়ুন: আহমেদাবাদে ইতিহাস 'রো-সুপারহিট' শর্মার, ভারতের প্রথম অধিনায়ক হিসেবে করলেন...

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব আগেই জানিয়ে দিয়েছিল যে, তাঁরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এদিন দল নামাবে না। ডায়মন্ড হারবার নিজেদের অবস্থানেই অনড় রইল। মাঠে এলেন না জবি জাস্টিনরা। বিষ্ণু, ডেভিড, জেসিন, হিরারা কিন্তু খেলার নিয়ম মেনে ডায়মন্ড হারবারের অপেক্ষা করলেন। সেই ফাঁকে নিজেরাই একটু গা ঝালিয়ে নিলেন, ফাঁকা মাঠে বিষ্ণুরা কখনও পেনাল্টির অনুশীলন সারলেন তো, কখনও বল নিয়ে সময় কাটালেন। ঘড়ির কাঁটা মেপে দুপুর ২টো ৩০ মিনিটে খেলার সিদ্ধান্ত জানাতে মাঠে নামেন রেফারিরা। ইস্টবেঙ্গলকে ওয়াক ওভার না দিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন তাঁরা! ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার ম্যাচের বল তাঁরা ঠেলে দিলেন আইএফএ-র কোর্টে। 

নিয়ম অনুযায়ী শৃঙ্খলারক্ষা কমিটি এবং লিগের সাব কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে ঠিকই। তবে খেলার নিয়ম মেনে তিন পয়েন্টের সঙ্গেই তিন গোল পাওয়া উচিত বিনো জর্জের টিমের। দেখতে গেলে বেসরকারি ভাবে এখন ইস্টবেঙ্গলই কলকাতা লিগ চ্যাম্পিয়ন। রেফারির সিদ্ধান্ত শোনার পরে বিনোর টিম কিন্তু মাঠেই অল্প করে সেলিব্রেশন সেরে নিয়েছিল। সেই ছবি এখন নেটপাড়ায় ঘুরছে...

ইস্টবেঙ্গলকে ঘরোয়া লিগ  চ্যাম্পিয়ন হওয়া থেকে রোখার ক্ষমত আর কোনও দলেরই নেই। সমীকরণ সাফ সেই কথা বলে দিচ্ছে। ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট (জয় ১৩, ড্র ২) নিয়ে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট ডায়মন্ড হারবারের। লিগের সূচি বলছে ইস্টবেঙ্গলের ডায়মন্ড হারবার এবং ভবানীপুরের বিরুদ্ধে খেলা বাকি ছিল, ওদিকে ডায়মন্ড হারবারের শেষ দুই ম্যাচের  প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল ও মহমেডানে ভবানীপুর ক্লাব আগেই ওয়াকওভার দেয়। ফলে ইস্টবেঙ্গলের খেলা বাকি ছিল ডায়মন্ড হারবারের সঙ্গেই। নিয়ম মেনে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা লাল-হলুদেরই। কারণ শেষ ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে হারালেও ডায়মন্ডের সর্বাধিক পয়েন্ট হবে ৪২। 

আরও পড়ুন: মেসি নেমেও জেতাতে পারলেন না ইস্টবেঙ্গলকে! সুযোগ নষ্টের ঘুমপাড়ানি ফুটবলে ১১ নম্বরে নামল মশালবাহিনী...

লিগ জয়ের সুযোগ থাকলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এদিন দল নামাল না ডায়মন্ড হারবার। কারণ তারা আগেই আইএফএ-কে জানিয়েছিল পরপর ম্যাচের কারণে এদিন তাদের কিছুতেই খেলা সম্ভব নয়। আইএফএ আরএফডিএলে ডায়মন্ড হারবারের আগামিকালের ম্যাচও পিছিয়ে দিয়েছিল। তবে গতকাল সন্ধেয় তা জানানোয় ডায়মমন্ড হারবার কোনও পদক্ষেপই নেয়নি।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.