ফুটবল বিশ্বকাপে কার্লি লয়েডের স্বপ্নের হ্যাটট্রিকে জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন আমেরিকা

কার্লি লয়েডের স্বপ্নের হ্যাটট্রিকে জাপানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল মার্কিন যুক্তরাষ্ট্র। 

Updated By: Jul 6, 2015, 03:11 PM IST
ফুটবল বিশ্বকাপে কার্লি লয়েডের স্বপ্নের হ্যাটট্রিকে জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন আমেরিকা

ব্যুরো: কার্লি লয়েডের স্বপ্নের হ্যাটট্রিকে জাপানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল মার্কিন যুক্তরাষ্ট্র। 

পুরুষ বা মহিলা, কোনও ফুটবলারেরই বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব নেই। সেই হিসাবে প্রথম ফুটবলার হিসাবে অনন্য এই কৃতিত্বের অধিকারী হয়ে রইলেন কার্লি। চার বছর আগের বিশ্বকাপে জাপানের কাছেই ফাইনালে হেরেছিল মার্কিনরা। এবার বিশ্বসেরা হয়ে সেই হারের বদলা নিল মার্কিন যুক্তরাষ্ট্র। ফাইনালের প্রথম ১৬ মিনিটেই চার গোলে এগিয়ে যায় জিল এলিসের দল। এরপর জাপানের পক্ষে ম্যাচে ফেরা ছিল কার্যত অসম্ভব। ১৬ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে নজির গড়লেন মার্কিন ফুটবলার কার্লি লয়েড। এরই মধ্যে আরও একটি গোল করেন লরেন হলিডে। সাতাশ মিনিটে জাপানের হয়ে একটি গোল শোধ করেন ওগিমি। ৫২ মিনিটে মার্কিনদের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার ক্ষীণ আশা দেখায় জাপান। ৫৪ মিনিটে হিথের গোলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বসেরা হওয়া নিশ্চিত হয়ে যায়।  

 

.