জুনের মাঝামাঝি পুনরায় চালু হচ্ছে বিশ্বের জনপ্রিয়তম লিগ

ইপিএলে এখনও বিরানব্বই ম্যাচ বাকি। ২৫ জুলাইয়ের মধ্যে চলতি মরশুমের ইপিএল শেষ করার পরিকল্পনা রয়েছে।

Updated By: May 29, 2020, 12:13 PM IST
জুনের মাঝামাঝি পুনরায় চালু হচ্ছে বিশ্বের জনপ্রিয়তম লিগ

নিজস্ব প্রতিবেদন: বুন্দেশলিগার পর এবার প্রত্যাবর্তনের পথে বিশ্বের জনপ্রিয়তম ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর ১৭ জুন থেকে পুনরায় চালু হতে চলেছে ইপিএল। প্রথম দিনই EPL-এর হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার সিটি আর আর্সেনাল। অপর ম্যাচে অ্যাস্টন ভিলা খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে। তবে সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

ইপিএলে এখনও বিরানব্বই ম্যাচ বাকি। ২৫ জুলাইয়ের মধ্যে চলতি মরশুমের ইপিএল শেষ করার পরিকল্পনা রয়েছে। পুনরায় প্রিমিয়ার লিগ শুরুর ঘোষণার দিনই লিগের চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাতেও অবশ্য দমছে না লিগ কর্তৃপক্ষ। শুধুমাত্র সরকারি ছাড়পত্রের অপেক্ষা। ইপিএল বন্ধ হওয়ার সময় লিগ শীর্ষে ছিল লিভারপুল। বলা চলে য়ুর্গেন ক্লপের দলের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। কেননা লিগ শীর্ষে ২৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন মহম্মদ সালাহরা।

আরও পড়ুন - ধোনির অবসর নিয়ে হাজার জল্পনা! ক্ষুব্ধ সাক্ষী রাগ ওগড়ালেন সোশ্যাল মিডিয়ায়

.