রোনাল্ডো কর ফাঁকি দেননি বিবৃতি ক্লাবের
ব্যুরো: মেসি, নেইমারের পর রোনাল্ডো। কর ফাঁকির অভিযোগ উঠল আর এক তারকা ফুটবলারের বিরুদ্ধে। রোনাল্ডোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছিল স্পেনের তদন্তকারিরা। তারপরই একটি বিবৃতি দিয়ে রোনাল্ডোকে নির্দোষ বলেছিলেন তাঁর ম্যানেজার। আরও পড়ুন - ফাঁস, রোনাল্ডই পাচ্ছেন ব্যালন ডি অর পুরস্কার
এবার রোনাল্ডোর পাশে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। আয়কর জমা দেওয়ার ব্যাপারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ক্লিন চিট দিল রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়মিতভাবে আয়কর জমা দেন রোনাল্ডো। তাই কর ফাঁকির অভিযোগ তুলে রোনাল্ডোকে অসম্মান করা উচিত হয়নি বলে ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
Very excited https://t.co/KLGGg0yU8I pic.twitter.com/4nLKMRJuZT
— Cristiano Ronaldo (@Cristiano) November 30, 2016