ডিআরএস ইস্যুতে জয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের
ডিআরএস বিতর্কে নতুন মোড়। এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটের সর্বময় সংস্থা আইসিসির সঙ্গে সংঘাতে জয় হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। এবার থেকে আর রিভিউ পদ্ধতি বাধ্যতামূলক থাকল না।
ডিআরএস বিতর্কে নতুন মোড়।এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটের সর্বময় সংস্থা আইসিসির সঙ্গে সংঘাতে জয় হল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।এবার থেকে আর রিভিউ পদ্ধতি বাধ্যতামূলক থাকল না।আইসিসির কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে এবার থেকে অংশগ্রহণকারী দুটি দেশের সহমতেই রিভিউ পদ্ধতি ব্যবহার করা হবে।এর আগে আইসিসির সভায় রিভিউ পদ্ধতি বাধ্যতামূলকভাবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।যদিও প্রথম থেকেই হক আই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপত্তি ছিল বিসিসিআইয়ের।বোর্ডের আপত্তিতেই ডিআরএস থেকে বাদ দেওয়া হয় হক আই।ইংল্যান্ড সিরিজের পর হট স্পট প্রযুত্তি নিয়েও আপত্তি তোলে ভারতীয় বোর্ড।শেষপর্যন্ত বোর্ডের চাপের কাছেই নতিস্বীকার করল আইসিসি।