আই লিগের নতুন চমক শীর্ষে থাকা বেঙ্গালুরুর এফসি-এর বিরুদ্ধে শনিবার ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল

এবারের আই লিগে সেরা চমক হিসাবে উঠে এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি দল বেঙ্গালুরু এফসি। পাঁচ রাউন্ডের পর লিগ তালিকার শীর্ষে রয়েছেন সুনীল ছেত্রীরা। তবে প্রথম পাঁচটা ম্যাচই ঘরের মাঠে খেলেছে বেঙ্গালুরুর এই দলটি। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমবার অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে তারা। শুক্রবার কল্যাণীতে না গিয়ে ইস্টবেঙ্গল মাঠেই অনুশীলন সারেন সুনীল ছেত্রী,রবিন সিংরা। পরপর দুম্যাচে হারলেও,মেহতাবদের যথেষ্ট সমীহ করছে বেঙ্গালুরু দলটি।

Updated By: Oct 25, 2013, 08:34 PM IST

এবারের আই লিগে সেরা চমক হিসাবে উঠে এসেছে নতুন ফ্র্যাঞ্চাইজি দল বেঙ্গালুরু এফসি। পাঁচ রাউন্ডের পর লিগ তালিকার শীর্ষে রয়েছেন সুনীল ছেত্রীরা। তবে প্রথম পাঁচটা ম্যাচই ঘরের মাঠে খেলেছে বেঙ্গালুরুর এই দলটি। শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমবার অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে তারা। শুক্রবার কল্যাণীতে না গিয়ে ইস্টবেঙ্গল মাঠেই অনুশীলন সারেন সুনীল ছেত্রী,রবিন সিংরা। পরপর দুম্যাচে হারলেও,মেহতাবদের যথেষ্ট সমীহ করছে বেঙ্গালুরু দলটি।
 
প্রথম পাঁচটা ম্যাচ বেঙ্গালুরুর ফিল্ডটার্ফে খেলেছে নতুন এই দলটি।শনিবার প্রথমবার ঘাসের মাঠে খেলবে তারা। তা সত্বেও কল্যাণীর কাদার মাঠে তাদের কোনও অসুবিধা হবে না বলেই মনে করছেন বেঙ্গালুরু এফ সি-র কোচ অ্যাসলে ওয়েস্টউড।

.