ইউরো ২০১২: প্রস্তুতি তুঙ্গে
দুহাজার বারো সালের ইউরো কাপের আসর বসতে চলেছে পোল্যান্ড এবং ইউক্রেনে। যৌথ ভাবে দুটি দেশ টুর্নামেন্টের আয়োজন করবে। টুর্নামেন্টের লটারির জন্য ইউএফের কর্তারা ইউক্রেনের রাজধানি কিয়েভে জমায়েত হতে শুরু করে দিয়েছেন।
দুহাজার বারো সালের ইউরো কাপের আসর বসতে চলেছে পোল্যান্ড এবং ইউক্রেনে। যৌথ ভাবে দুটি দেশ টুর্নামেন্টের আয়োজন করবে। টুর্নামেন্টের লটারির জন্য ইউএফের কর্তারা ইউক্রেনের রাজধানি কিয়েভে জমায়েত হতে শুরু করে দিয়েছেন। লটারিতে ষোলটি দলকে চারটি গ্রুপে ফেলা হবে। আগামি বছর জুন মাসের আট তারিখ আরম্ভ হবে। প্রথম খেলা হবে পোল্যান্ডের ওয়ারসতে এবং ফাইনাল খেলা হবে কিয়েভে। শুক্রবার ড্র ঘোষণা হওয়ার পর দেখা যাচ্ছে গ্রুপবি-তে রয়েছে
জার্মানি, পোল্যান্ড, ডেনমার্ক ও নেদারল্যান্ড ।