বোর্ডের ডিজিটাল স্বত্ব পাওয়ার লড়াইয়ে ফেসবুক-গুগল-জিও

২০১৮ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত-এই ৫ বছর বিসিসিআইয়ের ডিজিটাল সত্ত্বের টেন্ডার ডাকা হয় ২০ ফেব্রুয়ারি,২০১৮।

Updated By: Mar 24, 2018, 04:02 PM IST
বোর্ডের ডিজিটাল স্বত্ব পাওয়ার লড়াইয়ে ফেসবুক-গুগল-জিও

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট বোর্ডের ডিজিটাল সত্ত্ব আগামী পাঁচ বছর কার দখলে থাকবে? ফেসবুক, গুগলের সঙ্গে এবার ময়দানে নেমে পড়ল জিও এবং হটস্টার।

আরও পড়ুন- ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেটে খেলবেন কোহলি

২০১৮ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত-এই ৫ বছর বিসিসিআইয়ের ডিজিটাল সত্ত্বের টেন্ডার ডাকা হয় ২০ ফেব্রুয়ারি,২০১৮। এই ই-অকশানের তিনটি ভাগ হল-(১) গ্লোবাল টেলিভিশন রাইটস ও ROW ডিজিটাল রাইটস প্যাকেজ (২) ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিজিটাল রাইটস প্যাকেজ এবং (৩) গ্লোবাল কনসলিডেটেড রাইটস প্যাকেজ। প্রথম বছরে প্রতিটি খেলার ডিজিটাল বেস প্রাইস হবে ৮ কোটি টাকা। পরবর্তী চার বছরের জন্য ম্যাচ প্রতি সেই টাকা কমে দাঁড়াবে ৭ কোটিতে। আর টেলিভিশন সত্ত্বের জন্য প্রথম বছরে বেস প্রাইস ম্যাচ প্রতি ৩৫ কোটি টাকা। পরের চার বছর তা কমে হবে ৩৩ কোটি টাকা প্রতি ম্যাচ।

আরও পড়ুন- টি টোয়েন্টিতে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড ঋদ্ধিমান সাহার

বোর্ডের ডিজিটাল সত্ত্বের ই-অকশান ২৭ মার্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ এপ্রিল হবে বলে জানা গেছে বিসিসিআইয়ের তরফে। এখন পর্যন্ত মোট ৬টি সংস্থা বোর্ডের ই-অকশানে অংশ নেবে।

 

.