কোটলা টেস্টের তৃতীয় দিন চাপের মুখে ওয়েস্ট ইন্ডিজ

কোটলা টেস্টে ভারতের সামনে জয়ের হাতছানি। জয়ের জন্য ভারতের দরকার একশ চব্বিশ রান। হাতে রয়েছে আটটি উইকেট।

Updated By: Nov 6, 2011, 06:16 PM IST

কোটলা টেস্টে ভারতের সামনে জয়ের হাতছানি। জয়ের জন্য ভারতের দরকার একশ চব্বিশ রান। হাতে রয়েছে আটটি উইকেট। দ্বিতীয় ইনিংসে একশ আশি রান তুলে ভারতের সামনে দুশো ছিয়াত্তর রানের টার্গেট রেখেছিল ওয়স্ট ইন্ডিজ। ভারত ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে দুই উইকেট হারিয়ে একশ বাহান্ন রান তোলে। উইকেটে দ্রাবিড় তিরিশ এবং সচিন তেত্রিশ রানে অপরাজিত রয়েছেন।এদিন সচিন টেস্টে তার পনের হাজার রানের গন্ডি অতিক্রম করেন। মঙ্গলবার সকালে একুশ রান এবং আট উইকেট পূঁজি  নিয়ে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে লাঞ্চের কিছু পরে একশ আশি রানে অলআউট হয়ে যায় ক্যারেবিয়নরা। তৃতীয় দিন সকালে ব্যাট করতে নেমেই এডওয়ার্ডসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর একশ রানের আগেই সাত উইকেট পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসের মতই দ্বিতীয় ইনিংসেও এক দিক ধরে রাখেন শিবনারায়ণ চন্দ্রপাল। কিন্তু আর অশ্বিনের বলে সাতচল্লিশ রানে এল বি ডব্লু আউট হন তিনি। এদিনে শুরু থেকেই ভারতীয় বোলাররা যথেষ্ট চাপে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পান এই টেস্টে অভিষেক হওয়া অশ্বিন।দুই উইকেট পেয়েছেন উমেশ যাদব। এক উইকেট পেলেও দুরন্ত বোলিং করেছেন ইশান শর্মা। দ্বিতীয় ইনিংসে ভারত গৌতম গম্ভীর এবং সেওয়াগের উইকেটটি হারায়। পাঁচটি চার এবং দুটি ছয়ের সহযোগে সেওয়াগ করেছেন পঞ্চান্ন রান।

.