ভস্মীভূত ময়দানের প্রাচীন ক্লাব উয়াড়ি
দুজন মালি রাতে ক্লাবে থাকেন। তাঁরা এদিন ভোরের দিকে প্রথমে আগুন লাগার বিষয়টি টের পান।
নিজস্ব প্রতিবেদন: ভস্মীভূত ময়দানের প্রাচীন ক্লাব উয়াড়ি। সোমবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ক্লাবে । দমকলের ৪ টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্লাব তাবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।
দুজন মালি রাতে ক্লাবে থাকেন। তাঁরা এদিন ভোরের দিকে প্রথমে আগুন লাগার বিষয়টি টের পান। কিন্তু দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। কর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে প্রায় পুড়ে ছাই সব কিছুই। ক্লাব সূত্রে জানা গিয়েছে. সমস্ত পুরনো নথি ও কাগজপত্র পুড়ে গিয়েছে। এমনকি বহু পুরনো ট্রফিও আগুনে পুড়ে গিয়েছে।
IPL 2019 : 'বল অফ দ্য আইপিএল' বেছে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ক্লাবের ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল বলেন, ''ময়দানের সব থেকে পুরনো ক্লাবগুলোর মধ্যে উয়াড়ি একটি। আমাদের ক্লাবের আর কিছুই রইল না। '' কী থেকে আগুন লাগল, তা এখনও স্প্রাপষ্থট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তদন্ত শুরু হয়েছে।