ফ্লাডলাইটের উদ্বোধন হল ইস্টবেঙ্গল-মহমেডান মাঠে
মঙ্গলবার দুপুরে পৈলান থেকে রিমোর্টের মাধ্যমে ইস্টবেঙ্গল ও মহমেডান দুই ক্লাবের ফ্লাডলাইট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক : কলকাতা ময়দানের ঐতিহাসিক দিন। ২০১৮ সালের ২৬ মার্চ ইস্টবেঙ্গল ও মহমেডান মাঠে ফ্লাডলাইটের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোহনবাগান মাঠে আগেই বসেছিল ফ্লাডলাইট। মঙ্গলবার দুপুরে পৈলান থেকে রিমোর্টের মাধ্যমে ইস্টবেঙ্গল ও মহমেডান দুই ক্লাবের ফ্লাডলাইট উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দুই ক্লাবেই উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। লাল-হলুদ কর্তাদের পাশাপাশি সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য,গৌতম সরকার, বিশ্বজিত্ ভট্টাচার্যের মত প্রাক্তনীরা। এদিন মহমেডানের তরফে অরূপ বিশ্বাসকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। কলকাতার তিন প্রধানই এবার থেকে নৈশালোকে ম্যাচ আয়োজন করতে পারবে।
আরও পড়ুন- এখন 'হ্যাপি ফ্যামিলি' ইস্টবেঙ্গল!