নবাবের সক্ষমতা নিয়ে প্রশ্ন! বয়কটের ওপর ক্ষেপে আগুন সইফ আলি খান
বাবাকে নিয়ে বয়কট এর এমন কটাক্ষ মানতে পারেননি সইফ। বিরক্ত হয়েই বাবাকে জিজ্ঞাসা করেছিলেন!
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট আর অভিনয় দুটোর মধ্যে অভিনয়কেই সহজ মনে হয়েছিল সইফ আলি খানের। তাই তো বাবা মনসুর আলি খান পতৌদির মতো ক্রিকেটার না হয়ে মা শর্মিলা ঠাকুরের মতো অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। ক্রিকেটার বাবার কীর্তি নিয়ে কেউ প্রশ্ন তুললে এখনও রেগে আগুন হয়ে যান! সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এল সেই প্রসঙ্গ। আর প্রাক্তন ইংল্যান্ড তারকা জিওফ্রে বয়কটের ওপর কেন এত খাপ্পা সইফ জানা গেল আজও।
১৯৬১ সালে ইংল্যান্ডে এক গাড়ি দুর্ঘটনায় ডান চোখ হারানোর পরেও দেশের হয়েছে ৪৬ টি টেস্ট খেলেছেন মনসুর আলি খান পতৌদি। যার মধ্যে ৪০ টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
নবাবের এক-চোখে ক্রিকেট খেলা নিয়ে জিওফ্রে বয়কট একবার প্রশ্ন করেছিলেন, সইফ আলি খানকে "আমি তোমার বাবার ব্যাপারে শুনেছি, কারোর পক্ষে একচোখ দিয়ে টেস্ট খেলা সম্ভব নয়!"
তখন সইফ পাল্টা প্রশ্ন করেন, "আপনার কি ধারনা, আমার বাবা মিথ্যে বলছেন?"
জবাবে বয়কট বলেন," আমার ধারণা তো তোমার বাবা এটা বানিয়ে হয়তো বলছেন।"
বাবাকে নিয়ে বয়কট এর এমন কটাক্ষ মানতে পারেননি সইফ। বিরক্ত হয়েই বাবাকে জিজ্ঞাসা করেছিলেন! উত্তরে নবাব বলেছিলেন," দুই চোখ নিয়ে আমি অবিশ্বাস্য ভালো ছিলাম, আর এক চোখ নিয়ে আমি শুধু ভালো ছিলাম।"
আরও পড়ুন -দ্বিতীয় টেস্টে নিয়ম ভাঙলেন! বলে থুতু লাগিয়ে আম্পায়ারের কাছে ভুল স্বীকার করলেন ইংল্যান্ড ক্রিকেটার