বাংলা জয়ের পর সবুজ আবিরে হোলিতে মেতেছে মেন ইন ব্লু
ঐতিহাসিক জয়। তাও এমন এক দিনে ২২ গজে জয় যা গোটা দেশের কাছে উৎসবের দিন। ভেদাভেদ নেই, জাতি ধর্ম নির্বিশেষে রঙের আবেগে মিশে যায় গোটা দেশ। ১২০ কোটির দেশ হোলি আরও বেশি আনন্দে কাটাতে চলেছে, কারণ, বসন্তের রাতে ভারতের ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়। ভারতকে ১ রানে হারিয়ে দেওয়ার যে রঙ্গমঞ্চ বেঙ্গালুরুতে ছিল ২৩ মার্চ রাতে, আজ ২৪ মার্চ তা গোটাদেশের মুখে মুখে। গালে হাত বাড়িয়ে আবির স্পর্শ করতে করতে মুখ থেকে বেড়িয়ে আসছে ঐতিহাসিক জয়ের অবিস্মরণীয় দৃশ্যের কথা। লাল, নীল, হলুদ, সবুজে গোটা দেশ রঙিন হবে আজ। হোলিতে গোটা দেশকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপ্টেন কুল মাহি থেকে অ্যাগ্রেসিভ বিরাট। টুইটে একের পর এক ছবি পোস্ট করছেন ভারতীয় ক্রিকেটাররা। দেখুন-
ওয়েব ডেস্ক: ঐতিহাসিক জয়। তাও এমন এক দিনে ২২ গজে জয় যা গোটা দেশের কাছে উৎসবের দিন। ভেদাভেদ নেই, জাতি ধর্ম নির্বিশেষে রঙের আবেগে মিশে যায় গোটা দেশ। ১২০ কোটির দেশ হোলি আরও বেশি আনন্দে কাটাতে চলেছে, কারণ, বসন্তের রাতে ভারতের ঐতিহাসিক টি-টোয়েন্টি জয়। ভারতকে ১ রানে হারিয়ে দেওয়ার যে রঙ্গমঞ্চ বেঙ্গালুরুতে ছিল ২৩ মার্চ রাতে, আজ ২৪ মার্চ তা গোটাদেশের মুখে মুখে। গালে হাত বাড়িয়ে আবির স্পর্শ করতে করতে মুখ থেকে বেড়িয়ে আসছে ঐতিহাসিক জয়ের অবিস্মরণীয় দৃশ্যের কথা। লাল, নীল, হলুদ, সবুজে গোটা দেশ রঙিন হবে আজ। হোলিতে গোটা দেশকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপ্টেন কুল মাহি থেকে অ্যাগ্রেসিভ বিরাট। টুইটে একের পর এক ছবি পোস্ট করছেন ভারতীয় ক্রিকেটাররা। দেখুন-
Happy holi every one have a safe holi #HappyHoli @BhuviOfficial pic.twitter.com/hqGdRG0eLL
— Suresh Raina (@ImRaina) March 24, 2016