চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা
ম্যাঞ্চেস্টারে জঙ্গি হানার জেরে আতঙ্কিত আইসিসি। ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা গোটা পরিস্থিতির উপর নজর রেখে ইংল্যান্ডে ক্রিকেটারদের নিরপত্তার বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনে আইসিসির বিশেষ একটি দল ইংল্যান্ডে যেতে পারে। প্রতিটি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করে তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং মহিলা বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। এব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতাও চেয়েছে আইসিসি। আরও পড়ূন- ফের জঙ্গি হানা ব্রিটেনে, ম্যাঞ্চেস্টারে গানের অনুষ্ঠানে বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু
ব্যুরো: ম্যাঞ্চেস্টারে জঙ্গি হানার জেরে আতঙ্কিত আইসিসি। ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা গোটা পরিস্থিতির উপর নজর রেখে ইংল্যান্ডে ক্রিকেটারদের নিরপত্তার বিষয়টি খতিয়ে দেখছে। প্রয়োজনে আইসিসির বিশেষ একটি দল ইংল্যান্ডে যেতে পারে। প্রতিটি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করে তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং মহিলা বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। এব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সহযোগিতাও চেয়েছে আইসিসি। আরও পড়ূন- ফের জঙ্গি হানা ব্রিটেনে, ম্যাঞ্চেস্টারে গানের অনুষ্ঠানে বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু
England and South Africa to ramp up their #CT17 preparations in 1st ODI at Headingley tomorrow #EngvSA https://t.co/6okXHLA2rG pic.twitter.com/OHUIIyvcoC
— ICC (@ICC) May 23, 2017