IND vs PAK, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বদলাল ভারত-পাক ম্যাচের দিন, বদল ইডেনেও!
বিশ্বকাপ সূচি ঘোষণার পর একাধিক ম্যাচ দিনক্ষণ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। মোট ৯ ম্যাচের নয়া সূচি প্রকাশ করা হল আইসিসি।
![IND vs PAK, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বদলাল ভারত-পাক ম্যাচের দিন, বদল ইডেনেও! IND vs PAK, ICC ODI World Cup 2023: বিশ্বকাপে বদলাল ভারত-পাক ম্যাচের দিন, বদল ইডেনেও!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/09/432782-cricket.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাস দেড়েক বাকি। বিশ্বকাপের সূচিতে বড়সড় রদবদল। বদলে গেল ৯টি ম্যাচের দিনক্ষণ। তালিকায় ভারত-পাকিস্তান মহারণও। নয়া সূচি প্রকাশ করল আইসিসি (ICC)।
আরও পড়ুন: India Vs West Indies 3rd T20: স্কাই-তিলক ঝড়ে রেকর্ডের বন্যা, উইন্ডিজদের উড়িয়ে সিরিজ ২-১ পান্ডিয়াদের
চার বছর পার। চলতি বছরে ফের অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। কবে? ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। এবার আয়োজক ভারত। শুধু তাই নয়, ১৯৯৬-র পর ফের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হবে ইডেনে। ২৭ জুন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে আইসিসি।
এদিকে বিশ্বকাপ সূচি ঘোষণার পর একাধিক ম্যাচ দিনক্ষণ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। যেমন, পুরনো সূচি অনুযায়ী, বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল, ১৫ অক্টোবর আহমেদাবাদে। কিন্তু সেদিন থেকে শুরু হচ্ছে নবরাত্রি। সেকারণেই ম্য়াচটি একদিন এগিয়ে আবেদন জানানো হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে। কারণ, পূর্ব নির্ধারিত দিনে ম্যাচ হলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে স্রেফ ভারত-পাকিস্তান নয়, বিশ্বকাপে মোট ৯ ম্যাচের নয়া সূচি প্রকাশ করা হল।
বিশ্বকাপের পরিবর্তিত সূচি
----------
১৫ অক্টোবরের বদলে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর
১২ অক্টোবরের বদলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ হবে ১০ অক্টোবর।
১৩ অক্টোবরের বদলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্য়াচ হবে ১২ অক্টোবর
১৪ অক্টোবরের বদলে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ হবে ১৩ অক্টোবর
এদিকে লিগ পর্বের শেষের দিকে, ১২ নভেম্বর রবিবারের ডাবল-হেডারের মধ্যে তিনটি পরিবর্তন হয়েছে। পুণেতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (সকাল ১০.৩০) ম্যাচটি হবে ১১ নভেম্বর। এবং কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান (দুপুর-২) ম্যাচটিও হবে ১১ নভেম্বর। ১২ নভেম্বর কালীপুজোর কারণে, যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না জানিয়ে আইসিসি ও বিসিসিআইয়ের কাছে ম্যাচের সূচি বদলের আবেদন করেছিল সিএবি। সেই আবেদনে সাড়া দিয়েছে বোর্ড ও আইসিসি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের লিগ পর্বের শেষ ম্যাচটি ১২ নভেম্বরের জায়গায় ১১ নভেম্বর হবে বেঙ্গালুরুতে।