India Women Cricketers | BCCI: নতুন যুগের শুভারম্ভ, বৈষম্য এখন অতীত! এবার থেকে রোহিত-হরমনপ্রীতদের ম্যাচ ফি সমান

ভারতীয় ক্রিকেটে নতুন যুগের শুভারম্ভ। এবার থেকে পুরুষদের সমান ম্যাচ-ফি পাবেন মহিলা ক্রিকেটাররাও। অর্থাৎ রোহিত শর্মা ও হরমনপ্রীত কউরদের পারিশ্রমিকে আরও কোনও ফারাক থাকল না।

Updated By: Oct 27, 2022, 03:03 PM IST
India Women Cricketers | BCCI: নতুন যুগের শুভারম্ভ, বৈষম্য এখন অতীত! এবার থেকে রোহিত-হরমনপ্রীতদের ম্যাচ ফি সমান
এশিয়া কাপ জয়ের পর মহিলা দলের উচ্ছ্বাস। বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিডনিতে যখন পুরুষদের বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ভারত-নেদারল্যান্ডস (India vs Netherlands Super 12 match) ম্যাচে সকলের ফোকাস, ঠিক তখনই লাইমলাইট কেড়ে নিল বিসিসিআই (BCCI) সচিব জয় শাহর (Jay Shah) একটি ট্যুইট। নীরবেই ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India) অসাধারণ এক সিদ্ধান্ত নিয়ে ফেলল। মহিলা ক্রিকেটে শুভারম্ভ হল নতুন যুগের। বিভেদ এখন অতীত। জয় জানিয়ে দিলেন যে, রোহিত শর্মাদের (Rohit Sharma) সমান অর্থই পাবেন হরমনপ্রীত কউররা (Harmanpreet Kaur)। জয় এদিন ট্যুইটারে লিখলেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বৈষম্য নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ নেওয়া হল। পে ইকুইটি পলিসি লাগু করছি আমাদের মহিলা ক্রিকেটারদের জন্য। এবার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা একই ম্য়াচ ফি পাবেন। ক্রিকেটে লিঙ্গ সাম্যের এক নতুন যুগে পা রাখছি আমরা।' ভারতের প্রাক্তন ক্যাপ্টেন ও মিতালি রাজ (Mithali Raj) জয়ের ট্যুইট শেয়ার করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য়। পাশাপাশি আগামী বছর মহিলাদের আইপিএল চালু করার জন্যও বিসিসিআই-কে ধন্যবাদ দিলেন মিতালি। 

আরও পড়ুন: ICC T20 World Cup, India vs Netherlands Super 12 match, Live Scores and Updates: শুরুতেই জোড়া ধাক্কা, ভুবি-অক্ষরের দাপটে চাপে নেদারল্যান্ডস

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

নতুন নীতিতে রোহিত-হরমনপ্রীতরা দেশের হয়ে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লক্ষ টাকা পাবেন, ওয়ানডে খেলে পাওয়া যাবে ৬ লক্ষ টাকা এবং টি-২০ ম্যাচের জন্য পারিশ্রমিক ৩ লক্ষ টাকা। এর আগে ভারতীয় মহিলা দল ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার জন্য পেতেন ১ লক্ষ টাকা করে। টেস্টের জন্য বরাদ্দ ছিল ৪ লক্ষ টাকা। বোঝাই যাচ্ছে হরমনপ্রীতদের পারিশ্রমিক বাড়ল অনেকটাই। যদিও বিসিসিআই-এর মহিলা ক্রিকেটারদের রিটেইন করার নিয়মে কোনও পরিবর্তন আসছে না। এই মুহর্তে গ্রেড 'এ'-র মহিলা ক্রিকেটাররা বার্ষিক ৫০ লক্ষ টাকা পান। গ্রেড 'বি' ও গ্রেড 'সি'-র ক্ষেত্রে যথাক্রমে ৩০ লক্ষ ও ১০ লক্ষ টাকা। ভারতের পুরুষ ক্রিকেটারদের চারটি ক্যাটেগরিতে রাখা হয়। গ্রেড 'এ ' প্লাসে যাঁরা তাঁরা পান বার্ষিক সাত কোটি টাকা।  এরপর যথাক্রমে গ্রেড 'এ '(৫ কোটি টাকা) গ্রেড 'বি' (৩ কোটি টাকা) ও গ্রেড 'সি'(১ কোটি)। বহুদিন ধরেই দাবি উঠেছিল যে, পুরুষ ও মহিলাদের ম্যাচ-ফি এক করা হোক। রজার বিনি ভারতীয় ক্রিকেটের মগডালে বসেই ইনিংস শুরু করলেন ছক্কা হাঁকিয়ে। একথা বলাই যায়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.