সাতবারের সোনাজয়ী ভারতীয় কবাডি দল এবার ফিরছে ব্রোঞ্জ হাতে

সাতবারের সোনাজয়ী ভারতীয় কবাডি দল এবার ফিরছে ব্রোঞ্জ হাতে

Updated By: Aug 23, 2018, 08:37 PM IST
সাতবারের সোনাজয়ী ভারতীয় কবাডি দল এবার ফিরছে ব্রোঞ্জ হাতে

নিজস্ব প্রতিনিধি : সাতবারর চ্যাম্পিয়ন। কিন্তু এবার যেন কোথাও ছন্দপতন হয়ে গেল। ১৯৯০-তে এশিয়ান গেমসের কবাডিতে অর্ন্তভুক্ত হয় ভারত৷ তারপর থেকে লাগাতার সাফল্য। সোনা ছাড়া ফেরেনি ভারতীয় কবাডি দল৷ ২০১৮ অবশ্য ব্যতিক্রম হয়ে গেল। ইরানের কাছে হারতে হল সাতবারের সোনাজয়ীদের। 

আরও পড়ুন-  গায়ে দেশের জার্সি, হাতে বিয়ারের বোতল! চরম সমালোচনার মুখে শিখর, বিজয়

এর আগে প্রতিবার এশিয়ান গেমস থেকে ভারতীয় পুরুষ কবাডি দল স্বর্ণ পদক জিতেই ফিরেছে ৷  কিন্তু এবার ইরানের কাছে হারের ফলে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে হবে ভারতকে৷ ২৭-১৮ ফলে ভারতকে হারিয়ে কোরিয়ার মুখোমুখি হবে ইরান৷ প্রসঙ্গত, আগের ম্যাচে কোরিয়ার কাছেই ২৪-২৩ পয়েন্টে হারতে হয়েছিল ভারতীয় কবাডি দলকে ৷ সেই হার হজম করার আগেই আবার ইরান গুঁড়িয়ে দিয়ে গেল ভারতীয় কবাডির গৌরব।

আরও পড়ুন-  শুধু সচিনের সঙ্গেই কোহলির তুলনা হতে পারে, বললেন শাস্ত্রী

কোরিয়ার কাছে খুবই কম স্কোরে হারার পর ভারতীয় কবাডি কর্তারা কারণ অনুসন্ধানে নেমেছিলেন৷ ইরানের ডিফেন্স অবশ্য এদিন জমাট ছিল। তবে ভারতীদের অ্যাটাকাররা একের পর এক ছোটখাটো ভুল করে পয়েন্ট খোয়াতে থাকেন। ইন্ডিয়ান কবাডি লিগের ফলে বাণিজ্যিকভাবে অনেকটাই উন্নতি ঘটেছে ভারতীয় কবাডি খেলোয়াড়দের৷ অজয় ঠাকুর, প্রদীপ নারওয়াল, মনু গোয়াতের মতো কবাডি খেলোয়াড়রা এখন দেশজুড়ে বেশ জনপ্রিয় ৷ যেই সময়ে কবাডি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছে, তখনই এই হার নিঃসন্দেহে কবাডির নাম-ডাকে প্রভাব ফেলবে বলে আশা করছে ভারতীয় ক্রীড়ামহল।

আরও পড়ুন-  হকিতে ৮৬ বছরের রেকর্ড ভেঙে জয় ভারতের

ভারতের মহিলা কবাডি দল অবশ্য মান রেখেছে৷ পদক নিশ্চিত করেছেন তাঁরা। মহিলা কবাডির ফাইনালে উঠেছে ভারতীয় দল ৷ চাইনিজ তাইপেকে হারিয়ে ফাইনালে উঠল ভারত৷ খেলার ফল ২৭-১৪৷ মেয়েদের কবাডি ঘিরে ভারতের সোনা জয়ের স্বপ্ন এখনও জীবিত রয়েছে।

.