IPL 2020: বাদ উদ্বোধনী অনুষ্ঠান, নেই চিয়ারলিডার্স, দর্শকশূন্য স্টেডিয়ামে করোনাকালের আইপিএল
চলতি বছরের আইপিএল অন্যান্য বছরের মতো হবে না।
![IPL 2020: বাদ উদ্বোধনী অনুষ্ঠান, নেই চিয়ারলিডার্স, দর্শকশূন্য স্টেডিয়ামে করোনাকালের আইপিএল IPL 2020: বাদ উদ্বোধনী অনুষ্ঠান, নেই চিয়ারলিডার্স, দর্শকশূন্য স্টেডিয়ামে করোনাকালের আইপিএল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/18/275836-ipbc.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই আইপিএল শুরু। প্রথম ম্যাচে মুম্বই-চেন্নাই খেলবে একে অপরের বিরুদ্ধে। করোনার জন্য এবার দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে পারেনি বিসিসিআই। আইপিএল হচ্ছে আমিরশাহিতে।
চলতি বছরের আইপিএল অন্যান্য বছরের মতো হবে না। গতবারের মতো এবারের আইপিএলে কোনও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে না। কারণ অবশ্যই করোনাভাইরাস। গত বছরও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। ২০১৯ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পুরো খবরটাই চলে যায় পুলওয়ামার শহিদ জাওয়ানদের পরিবারের কাছে।
এবারের আইপিএলে দেখা যাবে না চিয়ারলিডার্সদের। কারণ হিসেবে বিসিসিআই-এর তরফে বলা হয়েছে দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ার লিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সব থেকে বড় কথা, এবার আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্রিকেটার ও সমর্থক, দুজনের জন্যই যা খুবই খারাপ খবর। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে নেমে ক্রিকেটাররা কী করে নিজেদের উদ্বুদ্ধ করবেন সেটাই এখন দেখার।
আরও পড়ুন - IPL 2020: শনিতে শুরু ক্রিকেটের মহাযজ্ঞ, বিনামূল্যে দেখুন Live IPL