বোর্ডের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কপিল দেব

পুরনো তিক্ততা ভুলে বোর্ড কর্তারা সঙ্গে সত্‍ভাব করেছেন কপিল দেব। আর তাতেই খুলে যাচ্ছে সব বাধা। এ বছর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। বোর্ডের এই লাইভ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেও.য়া হয় কর্নেল সি কে নাইডুর নামে।

Updated By: Dec 18, 2013, 05:50 PM IST

পুরনো তিক্ততা ভুলে বোর্ড কর্তারা সঙ্গে সত্‍ভাব করেছেন কপিল দেব। আর তাতেই খুলে যাচ্ছে সব বাধা। এ বছর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। বোর্ডের এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় কর্নেল সি কে নাইডুর নামে।

এই পুরস্কারে বিচারক ছিলেন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন, সচিব সঞ্জয় প্যাটেল, এবং ক্রীড়া সাংবাদিক আইয়াজ মেনন। গতবার এই পুরস্কার (কর্নেল সি কে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) জিতেছিলেন অজিত ওয়াদেকর।

পুরস্কার জয়ের খবরে খুশি প্রকাশ করেছেন কপিল দেব। কিংবদন্তি এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছে এতবড় সম্মান পাওয়াটা সব সময় গর্বের বিষয়।

.