Lionel Messi: জোড়া গোলের পর কার দিকে হাত তুলে অদ্ভুত সেলিব্রেশন করলেন 'এলএম টেন'? দেখুন ভাইরাল ভিডিয়ো

ডেভিড বেকহ্যামের জন্যই আমেরিকায় এসেছেন মেসি। বেকহ্যামের সঙ্গে মেসির সম্পর্ক দারুণ। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে মেসির হাতে। সঙ্গে ১০ নম্বর জার্সি। আর মাঠে ফুল ফুটিয়ে চলেছেন। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 27, 2023, 08:18 PM IST
Lionel Messi: জোড়া গোলের পর কার দিকে হাত তুলে অদ্ভুত সেলিব্রেশন করলেন 'এলএম টেন'? দেখুন ভাইরাল ভিডিয়ো
দ্বিতীয় গোলের পর এভাবেই সেলিব্রেশন করেছিলেন লিওনেল মেসি। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেজর লিগ সকারে (Major League Soccer) ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে নতুন ইনিংস দারুণ ভাবে শুরু করলেন লিওনেল মেসি (Lionel Messi)। ক্রুজ আজুলের (Cruz Azul) বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক ঘটেছিল মেসির। ম্যাচটা ইন্টার মায়ামি জিতেছিল ২-১ গোলে। মেসি এবং বুস্কেটস নামেন পরিবর্ত হিসেবে। সেই খেলা শেষের আগে মেসির ফ্রি কিক থেকে নেওয়া গোলে জিতেছিল তাঁর দল। দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাটেডের (Atlanta United) বিরুদ্ধে আরও ভয়ংকর রূপ ধারণ করলেন আর্জেন্টিনার (Argentina) মহাতারকা। এবার বিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইন্টার মিয়ামি। এবং এবার জোড়া গোলের সঙ্গে একটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করলেন 'এলএম টেন' (LM 10)।

ইএসপিএন-এর তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে চিরপরিচিত মেসির গোল উদযাপন। গোলের পর আকাশের দিকে আঙুল উঁচিয়ে মেসি হয়তো তাঁর ঠাকুমাকে খুঁজছিলেন। তার পরেই সাইডলাইনের ধারে দাঁড়িয়ে থাকা ডেভিড বেকহ্যামের (David Beckham) দিকে তাকিয়ে মেসি কী যেন একটা ইঙ্গিত করলেন!মেসির সেই ইঙ্গিত দেখার পরে বেকহ্যামকে দেখা যায় তিনি হাসছেন। 

আরও পড়ুন: East Bengal Day: ঐতিহাসিক সিদ্ধান্ত, এবার ইস্টবেঙ্গল দিবসে 'ভারত গৌরব' সম্মান পাচ্ছেন রতন টাটা

আরও পড়ুন: East Bengal: ঘরের মাঠে কুয়াদ্রাতের সামনে আবেগের মহাবিস্ফোরণ, ৫-১ গোলে রেলকে হারিয়ে বেলাইন করল লাল-হলুদ

ডেভিড বেকহ্যামের জন্যই আমেরিকায় এসেছেন মেসি। বেকহ্যামের সঙ্গে মেসির সম্পর্ক দারুণ। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে মেসির হাতে। সঙ্গে ১০ নম্বর জার্সি। আর মাঠে ফুল ফুটিয়ে চলেছেন। 

২০১৮ সালে আটলান্টা ইউনাইটেডকে মেজর লিগ সকারে চ্যাম্পিয়ন করেছিলেন টাটা মার্টিনো। তাঁর অধীনে মেসি আগেও খেলেছেন বার্সেলোনায়। ইন্টার মিয়ামির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ৮ মিনিটের মধ্যেই গোল করেন মেসি। ২২ মিনিটে আবার বিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। সেই গোলের পরেই মেসি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেকহ্যামের দিকে তাকিয়ে ইঙ্গিত করেন। স্বভাবতই মেসির সেই সেলিব্রেশনের ভিডিয়ো নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.