"হ্যাঁ মা, আমিই ধর্ষণ করেছি"

শক্তিমিলে চিত্র সাংবাদিককে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কাশিম শেখ তাঁর মায়ের সামনে দোষ স্বীকার করে নিল। কাশিমের মা চাঁদ বিবি জেলে দেখা করতে যান তাঁর ছেলেন সঙ্গে। সূত্রের খবর সেখানেই কাশিম বলেন, হ্যাঁ মা ওই মেয়েটাকে আমি ধর্ষণ করেছি। গত রবিবার মুম্বই নায়ার হাসপাতালের সামনে থেকে ধরা হয় কাশিমকে। মুম্বইয়ে এই গণধর্ষণকাণ্ডের পাঁচ অভিযুক্তই এখন জেলে।

Updated By: Aug 27, 2013, 02:29 PM IST

শক্তিমিলে চিত্র সাংবাদিককে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত মহম্মদ কাসিম হাফিজ শেখ তার মায়ের সামনে দোষ স্বীকার করে নিল। কাশিমের মা চাঁদ বিবি জেলে দেখা করতে যান তাঁর ছেলের সঙ্গে। সূত্রের খবর সেখানেই কাশিম বলেন, "হ্যাঁ মা ওই মেয়েটাকে আমি ধর্ষণ করেছি।" গত রবিবার মুম্বই নায়ার হাসপাতালের সামনে থেকে ধরা হয় কাশিমকে। মুম্বইয়ে এই গণধর্ষণকাণ্ডের পাঁচ অভিযুক্তই এখন জেলে।
ধৃতরা এর আগেও বাড়ি ভেঙে ডাকাতির মত অপরাধ করেছে বলে জানা গিয়েছে। এর জন্য আগেও জেলেও যেতে হয়েছিল তাদের। তবে পুলিসের খাতায় ধৃতদের বিরুদ্ধে নারী নিগ্রহের কোনও অভিযোগ না থাকলেও, পুলিস দাবি করেছে জেরায় এর আগেও নারী নিগ্রহের কথা স্বীকার করেছে তারা। ধৃতদের ৩০ অগাস্ট পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মুম্বইয়ে চিত্র সাংবাদিককে ধর্ষণের ঘটনায় পাঁচ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিস।
পঞ্চম ও শেষ অভিযুক্ত সেলিম আনসারিকে আজ আদালতে তোলা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহ্বান জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে গণধর্ষণ কাণ্ডের বিচার হবে। ছাব্বিশ এগারো মুম্বই হামলার মামলায় যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, সেই উজ্জ্বল নিকমকে মুম্বই ধর্ষণ মামলায় সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। বিজয় যাদব, চাঁদবাবু সাত্তার শেখ, সিরাজ রহমান খান, মহম্মদ কাসিম হাফিজ শেখ, এই চার অভিযুক্ত আগেই ধরা পড়েছিল। রবিবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা দিল্লি থেকে সেলিম আনসারিকে গ্রেফতার করেন।
সেলিম এলাকায় আসতে পারে। এই খবর পাওয়ার পরই জাল বিছিয়ে ফেলেন গোয়েন্দারা। তদন্তকারী অফিসারদের একটি দল ভরতনগর থানায় পৌঁছে যায়। এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সেলিম আনসারিকে গ্রেফতার করা হয়। চিত্র সাংবাদিককে ধর্ষণের ঘটনায় ধৃত পাঁচ অভিযুক্তের মধ্যে ২৭ বছরের সেলিমই বয়সে সবচেয়ে বড়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহ্বান জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্টে গণধর্ষণ মামলার বিচার হবে। ধর্ষিতা যাতে সুবিচার পান, সেকথা মাথায় রেখে উজ্জ্বল নিকমকে এই মামলায় সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে।
শক্তিমিলে চিত্র সাংবাদিককে ধর্ষণের ঘটনায় এই পঁচজনের ফাঁসির দাবিতে এখনও মুম্বইতে আন্দোলন চলছে। ফেসবুকেও এই পাঁচ অভিযুক্তকে যাতে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয় তা নিয়ে জোর আলোচনা চলছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বইয়ের পারেল এলাকার শক্তি মিল কম্পাউন্ডে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক ওই তরুণী চিত্র সাংবাদিক গণধর্ষণের শিকার হন।

.