হেরে গেলেন ফেড, ঘুরে দাঁড়ালেন মাশা
অঘটন ঘটে গেল রোলাঁ গ্যারোয়। সঙ্গার কাছে হেরে বিদায় নিলেন রজার ফেডেরার। মাত্র ৫১ মিনিটে ফেড এক্সপ্রেসকে স্ট্রেট সেটে ৭-৬, ৬-৪, ৬-৩তে উড়িয়ে দিলেন সঙ্গা। অন্যদিকে এ দিন কোয়ার্টার ফাইনালে লড়ে জিতলেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। প্রথম সেটে হেরেও প্রতিপক্ষ অসাধারণ কামব্যাক করেন মাশা। জেলেনা জানকোভিচকে ০-৬, ৬-৪, ৬-৩ হারিয়ে সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি শারাপোভা।
অঘটন ঘটে গেল রোলাঁ গ্যারোয়। সঙ্গার কাছে হেরে বিদায় নিলেন রজার ফেডেরার। মাত্র ৫১ মিনিটে ফেড এক্সপ্রেসকে স্ট্রেট সেটে ৭-৬, ৬-৪, ৬-৩তে উড়িয়ে দিলেন সঙ্গা। অন্যদিকে এ দিন কোয়ার্টার ফাইনালে লড়ে জিতলেন গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। প্রথম সেটে হেরেও প্রতিপক্ষ অসাধারণ কামব্যাক করেন মাশা। জেলেনা জানকোভিচকে ০-৬, ৬-৪, ৬-৩ হারিয়ে সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার মুখোমুখি শারাপোভা।
এ দিকে অপর কোয়ার্টার ফাইনালে কুজনেতসোভাকে ৬-১, ৩-৬, ৬-৩ হারিয়ে এক দশক পর ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস। শেষ চারে তাঁর প্রতিপক্ষ সারা ইরানি। গতবারের ফাইনালিস্ট সারা সেমিফাইনালে হারিয়েছেন আগনেওয়াস্কা রাদওয়ানাস্কাকে(৬-৪, ৭-৬)। শারাপোভার প্রতিপক্ষ আজারেঙ্কা হারিয়েছেন মারিয়া কিরিলেঙ্কোকে। খেলার ফল ৭-৬, ৬-২।
ফেডেরার হেরে গেলেও শেষ চারে পৌঁছে গিয়েছেন অন্য দুই হেভিওয়েট নোভক জোকোভিচ ও রাফায়েল নাদাল। টমি হাসকে ৬-৩, ৭-৬, ৭-৫এ হারিয়ে সেমিফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন নাদালের মুখোমুখি শীর্ষ বাছাই জোকোভিচ। অপর কোয়ার্টার ফাইনালে ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১এ হারিয়েছেন নাদাল।