এক হাতে ক্যাচ লুফে ৫৮ লাখপতি দর্শক এখন ফেসবুকের `জন্টি রোডস`
নিউজিল্যান্ডের সেডনপার্ক স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে একেবারে সুপারহিরো বনে গেলেন এক দর্শক। (দেখুন সেই অবাক করা ক্যাচ নিচের ভিডিওতে)। দর্শক আসনে বসে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পাওয়েলের মারা ছ্ক্কা গ্যালারিতে বসে এক হাতে লুফে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাইকেল মর্টন।
-----------------------------------------------
নিউজিল্যান্ডের সেডনপার্ক স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে একেবারে সুপারহিরো বনে গেলেন এক দর্শক। দর্শক আসনে বসে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পাওয়েলের মারা ছ্ক্কা গ্যালারিতে বসে এক হাতে লুফে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাইকেল মর্টন।
সেই মর্টনের আশ্চর্য ক্যাচ দেখার হিড়িক পড়ে গিয়েছে। মাঠের বাইরে সবুজ গালিচায় বসে আশ্চর্য ক্যাচ নেওয়ার পুরস্কার হিসাবে পেয়েছেন প্রায় ৫৮ লক্ষ টাকা (৯৩ হাজার ডলার)। কিন্তু তার চেয়েও বড় কথা মর্টন রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছেন। ইন্টারভিউ নেওয়ার আবেদন শুরু করেছে মর্টনের। মর্টনকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইউ টিউবে বলা হচ্ছে গ্যালারির জন্টি রোডস হিসাবে। (দেখুন সেই অবাক করা ক্যাচ উপরের ভিডিওতে)।
গতকাল ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের এক দিনের ম্যাচে মাঠের বাইরে রোদে বসে খেলা দেখছিলেন মাইকেল মর্টন৷ আচমকাই পাওয়ালের শট এসে পড়ে মর্টনের হাতে। সুযোগের সদ্বব্যবহার করেন তিনি। তাঁর ক্যাচ লোফার আনন্দে গোটা স্টেডিয়াম এমনভাবে উচ্ছ্বাসপ্রকাশ করল য়া দেখে মনে হল ব্যাটসম্যান যেন আউট হয়ে গিয়েছেন। আগে থেকেই বলা ছিল স্টেডিয়ামে বসে তাঁদের কেউ যদি এক হাতে ক্যাচ নিতে পারেন , তা হলে তাঁদের জন্য ওই পুরস্কৃত করা হবে।