ছাঁটাই কোচ কোভাচ! মাত্র ১৮ মাসেই কোচ বদল বায়ার্ন মিউনিখে
কোভাচের আমলেই গতবছর বায়ার্ন মিউনিখ বুন্দেশলিগা জিতেছিল। DFB কাপ আর সুপার কাপও জেতে বায়ার্ন।
নিজস্ব প্রতিবেদন: মাত্র ১৮ মাসেই কোচ বদল বায়ার্ন মিউনিখে। ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে বায়ার্ন মিউনিখ হারতেই কোচ নিকো কোভাচকে সরিয়ে দিল বায়ার্ন কর্তৃপক্ষ।
FC Bayern parts ways with Niko Kovac. pic.twitter.com/xl0sjaZAqC
— FC Bayern English (@FCBayernEN) November 3, 2019
সম্প্রতি জার্মানির সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। দিন কয়েকের মধ্যেই বোধ হয় ভারতীয় ফুটবলের ছোঁয়াই লাগল জার্মানির ফুটবলে।দলের ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন্যই কোচ বদল করল বায়ার্ন মিউনিখ। এই মুহুর্তে বুন্দেশলিগায় চার নম্বরে রয়েছে বায়ার্ন।
তবে কোভাচের আমলেই গতবছর বায়ার্ন মিউনিখ বুন্দেশলিগা জিতেছিল। DFB কাপ আর সুপার কাপও জেতে বায়ার্ন। চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোস আর বুন্দেশলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। আপাতত সহকারি কোচ হান্সি ফ্লিক দায়িত্ব সামলাবেন। বায়ার্নের কোচ হিসাবে মোরিনহো, অ্যালেগ্রি এবং ওয়েঙ্গারের নাম ভাসছে।
আরও পড়ুন - দিল্লি জয়ের পর বলিউড তারকার সঙ্গে বিমানবন্দরে সেলফি তুললেন মুশফিকুর, মাহমুদুল্লাহরা