বান্ধবী হত্যা মামলায় শুরু ব্লেড রানারের শেষ বিচারের রায়

বান্ধবীকে খুন করেছিলেন? নাকি, ঘরে অন্য কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন? আদালতের রায় জানা যেতে পারে আজই। ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে খুনের মামলার চূড়ান্ত বিচারপর্ব চলছে প্রিটোরিয়ার আদালতে।

Updated By: Sep 11, 2014, 03:16 PM IST
বান্ধবী হত্যা মামলায় শুরু ব্লেড রানারের শেষ বিচারের রায়

প্রিটোরিয়া: বান্ধবীকে খুন করেছিলেন? নাকি, ঘরে অন্য কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন? আদালতের রায় জানা যেতে পারে আজই। ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে খুনের মামলার চূড়ান্ত বিচারপর্ব চলছে প্রিটোরিয়ার আদালতে।

হাঁটুর নিচ থেকে নেই দুটি পা। ইস্পাতের পা নিয়ে  লন্ডন অলিম্পিক্সে ট্র্যাকে নেমে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট অস্কার পিস্টোরিয়াস। ২০১৩ সালে অস্কারের বাড়িতে খুন হন তাঁর মডেল বান্ধবী রিভা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াস দাবি করেন, অন্ধকারে তিনি রিভাকে চিনতে পারেননি। ঘরে অন্য কেউ ঢুকেছে ভেবে গুলি চালান। গুলি লেগে মারা যান রিভা।

খুনের অভিযোগ ছাড়াও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে অস্কারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ছ-মাস ধরে শুনানি, চল্লিশ জন সাক্ষীর বক্তব্য শোনার পর অবশেষে রায় ঘোষণা করতে চলেছে আদালত। দোষী প্রমাণিত হলে পঁচিশ বছর পর্যন্ত জেল হতে পারে ব্লেড রানারের

.