PELE, IND vs SL: বাইশ গজের যুদ্ধে পেলে-কে স্মরণ! কীভাবে অভিনব উদ্যোগ নিচ্ছে সিএবি?

খেলার শহর তাঁকে ভুলে থাকতে পারে কী ভাবে? নতুন বছরের শুরুতেই ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যান সেজে উঠেছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে। ভরা ইডেনে বৃহস্পতিবার সেই ম্যাচের মাঝেই পেলেকে স্মরণ করবেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা। নেপথ্যে সিএবি-র উদ্যোগ।

Updated By: Jan 10, 2023, 11:38 PM IST
PELE, IND vs SL: বাইশ গজের যুদ্ধে পেলে-কে স্মরণ! কীভাবে অভিনব উদ্যোগ নিচ্ছে সিএবি?
সেই মোহনবাগান দলের সঙ্গে পেলে। ফাইল চিত্র

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় 

ইডেন গার্ডেন্সে সাড়ে চার দশক আগে ফুটবল খেলে গিয়েছিলেন তিনি। প্রয়াত 'ফুটবল সম্রাট' সেই পেলেকে (Pele) বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভারত-শ্রীলঙ্কা (IND vs SL) দ্বিতীয় একদিনের ম্যাচের মাঝে স্মরণ করবে সিএবি (CAB)। ইডেনে চলছে তার প্রস্তুতি। মঙ্গলবার সেই প্রস্তুতি হল পুরোদমে। মাঠে দাঁড়িয়ে যা দেখে গেলেন প্রাক্তন ভারত (India) অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব কসমসের (Cosmos FC) হয়ে মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলে গিয়েছিলেন পেলে। যা আজও কলকাতার ক্রীড়াপ্রেমী দর্শকদের মুখে মুখে ফেরে। সেই ম্যাচে কসমসের বিরুদ্ধে ম্যাচ ২-২ ফলে অমীমাংসিত রেখে ইডেনের ড্রেসিংরুমে ফিরেছিলেন সুব্রত ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্যাম থাপারা। যে স্মৃতি আজও ক্রীড়াপ্রেমী বাঙালি হৃদয়ে সোনার আখরে বাঁধিয়ে রেখেছে। ফেলে আসা বছরের শেষ প্রান্তে এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন ব্রাজিলের (Brazil) এই কিংবদন্তি ফুটবলার পেলে। 

কিন্তু খেলার শহর তাঁকে ভুলে থাকতে পারে কী ভাবে? নতুন বছরের শুরুতেই ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যান সেজে উঠেছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে। ভরা ইডেনে বৃহস্পতিবার সেই ম্যাচের মাঝেই পেলেকে স্মরণ করবেন কলকাতার ক্রীড়াপ্রেমীরা। নেপথ্যে সিএবি-র উদ্যোগ। সাতাত্তরের সেই পেলে ম্যাচের ছোট্ট একটি কোলাজ বানাচ্ছেন সিএবি কর্তারা। ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের বিরতিতে স্কোরবোর্ডে ভেসে উঠবে পেলের ছবি। যার তলায় লেখা থাকবে 'ট্রিবিউট টু কিং পেলে'। মঙ্গলবার রাতে ইডেনে হল তার একপ্রস্ত মহড়া। যা মাঠে দাঁড়িয়ে দেখেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।  

আরও পড়ুন: Virat Kohli, IND vs SL: বিরাটের শতরানের পর, আগুনে উমরান! ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে কলকাতায় আসছে টিম ইন্ডিয়া

আরও পড়ুন:  Virat Kohli, IND vs SL: কীভাবে ৩৪ বছরেও রাজার মতো কামব্যাক? জানালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা বিরাট

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানালেন পেলেকে কীভাবে স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন করবেন তাঁরা। স্নেহাশিসের কথায়, 'পেলের মতো কিংবদন্তি ব্যক্তি এই ইডেনে খেলে গিয়েছেন। যা এই মাঠের একটি স্মরণীয় মুহূর্ত। সদ্যপ্রয়াত ফুটবল সম্রাটকে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের বিরতিতে বৃহস্পতিবার স্মরণ করবে সিএবি। আমরা পেলের সেই কসমস বনাম মোহনবাগানের খেলার কিছু মুহূর্ত নিয়ে একটা ছোট ভিডিয়ো বানাচ্ছি। আশা রাখি, ম্যাচের দিন তা তৈরি হয়ে যাবে। ম্যাচের বিরতিতে ইডেনের জায়ান্ট স্ক্রিনে সেই মুহূর্তগুলো ভেসে উঠবে। স্টেডিয়ামের আলো তখন কমিয়ে দেওয়া হবে। 'ফুটবল সম্রাট'-এর জন্য এটাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। চেষ্টা করছি পেলের বিরুদ্ধে স্মরণীয় ম্যাচে খেলা মোহনবাগানের সেই প্রাক্তন ফুটবলারদের মাঠে আনার। তাঁদের আমন্ত্রণ জানিয়েছে সিএবি।'

ইডেন আজও মোহিত পেলে ম্যাচের স্মৃতি ঘিরে। এবার আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচের মাঝে স্মৃতির সরণি বেয়ে ফুটবল-কিংবদন্তিকে স্মরণ করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞেরাও। ম্যাচের বিরতিতে থাকবে লেজার শো। যেখানে ইডেনের বিভিন্ন মুহূর্তের কোলাজ বা ছবি ভেসে উঠবে। ঠিক যেমন সেপ্টেম্বর মাসে ইডেনে লেজেন্ডস লিগের সময় মাঠে লেজার শো দর্শকদের মাতিয়েছিল। কেক, ক্রিসমাস, কমলালেবুর সঙ্গে কলকাতার ক্রিকেটপ্রেমী দর্শকদের বিনোদনে কোনও খামতিই রাখছেন না সিএবি কর্তারা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.