পর্তুগালের জার্সিতে অ্যাসিড টেস্টের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

পর্তুগালের জার্সিতে অ্যাসিড টেস্টের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমালোচনার ঢেউ সামলে দলকে এবারের ইউরোয় প্রথম জয়ের মুখ দেখানোর চ্যালেঞ্জ সিআর সেভেনের সামনে। বুধবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে পর্তুগালের সামনে হাঙ্গারি। প্রথম দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে এমনিতেই চাপে ফার্নান্ডো স্যান্টোসের দল। হাঙ্গারির বিরুদ্ধে অঘটন মানে ফিগোর দেশের অবস্থা আরও খারাপ হবে। ইউরোপের সেরা টুর্নামেন্টে এখনও পর্যন্ত সুপার ফ্লপ ক্লাব ফুটবলের বাদশা। প্রথম দুটো ম্যাচে বিপক্ষের গোলে কুড়িটা শট মারলেও রোনাল্ডোর নামের পাশে গোল নেই। মিস করেছেন পেনাল্টিও।

Updated By: Jun 21, 2016, 04:44 PM IST
পর্তুগালের জার্সিতে অ্যাসিড টেস্টের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ওয়েব ডেস্ক: পর্তুগালের জার্সিতে অ্যাসিড টেস্টের সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমালোচনার ঢেউ সামলে দলকে এবারের ইউরোয় প্রথম জয়ের মুখ দেখানোর চ্যালেঞ্জ সিআর সেভেনের সামনে। বুধবার রাতে গ্রুপ লিগের শেষ ম্যাচে পর্তুগালের সামনে হাঙ্গারি। প্রথম দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করে এমনিতেই চাপে ফার্নান্ডো স্যান্টোসের দল। হাঙ্গারির বিরুদ্ধে অঘটন মানে ফিগোর দেশের অবস্থা আরও খারাপ হবে। ইউরোপের সেরা টুর্নামেন্টে এখনও পর্যন্ত সুপার ফ্লপ ক্লাব ফুটবলের বাদশা। প্রথম দুটো ম্যাচে বিপক্ষের গোলে কুড়িটা শট মারলেও রোনাল্ডোর নামের পাশে গোল নেই। মিস করেছেন পেনাল্টিও।

ছন্দহীন পর্তুগিজ তারকাকে দেখে অবাক ফুটবল বিশ্ব। ক্লাব ফুটবলের রাজা জাতীয় দলের জার্সিতে ফ্লপ। গায়ে লেগে থাকা এই তকমা ঝেরে ফেলার জন্য বুধবার রাতে আরও একটা সুযোগ পাচ্ছেন বর্তমান ফুটবলের পোস্টার বয়। ইউরোর ইতিহাসে সতেরোতম ম্যাচটি খেলতে নামবেন রোনাল্ডো। বিশ্বের কোনও ফুটবলারের ইউরোয় এত ম্যাচ খেলার নজির নেই। মেগা ম্যাচে গোল করে দলকে খাদের কিনারা থেকে তুলে আনাই পর্তুগালের সেরা তারকার সামনে। হাঙ্গারির বিরুদ্ধে ম্যাচটা তাদের কাছে অঘোষিত ফাইনাল। নানি,পেপেদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে রেখেছেন পর্গালের কোচ স্যান্টোস। অতীতের দশবারের সাক্ষাতে পর্তুগালকে একবারও হারাতে পারেনি হাঙ্গারি।

.