Babar Azam, PSL 2023: বাইশ গজে শতরানের 'বাবরনামা' লেখার পরেও, ব্যাপক সমালোচিত পাক অধিনায়ক! কিন্তু কেন?
কোয়েটার বিরুদ্ধে ৬৫ বলে ১১৫ রান করেন বাবর। মারলেন ১৫টি চার ও তিনটি ছক্কা। বাবরের পার্টনার আর এক ওপেনার সায়েম আয়ুব ৩৪ বলে ৭৪ রান করেন। ওপেনিং জুটিতে ১৬২ রান তোলেন তাঁরা। ফলে ২০ ওভারে ২ উইকেটে ২৪০ রান তোলে পেশোয়ার।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শতরান করেও স্বস্তি পাচ্ছেন না। একে তো তাঁর দল হেরেছে, এরমধ্যে বাবর আজমের (Babar Azam) বিরুদ্ধে মন্থর ব্যাটিংয়ের মারাত্মক অভিযোগ উঠে গেল। পাকিস্তান (Pakistan) ও পেশোয়ার জালমির (Peshwar Zalmi) অধিনায়কের ব্যাপক সমালোচনা করলেন সাইমন ডুল (Simon Dull)। কোয়েটা গ্লাডিয়েটর্সের (Quetta Gladiataors) বিরুদ্ধে শতরান করতেই পাক অধিনায়ককে প্রবল কটাক্ষ করলেন নিউজিল্যান্ডের (New Zealand) প্রাক্তন জোরে বোলার।
— Zak (@Zakr1a) March 8, 2023
আরও পড়ুন: Rishabh Pant, BGT 2023: মাঠ থেকে অনেক দূরে থাকলেও ট্রেন্ডিংয়ে ঋষভ পন্থ! কিন্তু কেন?
আরও পড়ুন: UEFA Champions League 2023: টিমগেমের উপর ভর করে মেসির দলকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে দিল বায়ার্ন
কোয়েটার বিরুদ্ধে ৬৫ বলে ১১৫ রান করেন বাবর। মারলেন ১৫টি চার ও তিনটি ছক্কা। বাবরের পার্টনার আর এক ওপেনার সায়েম আয়ুব ৩৪ বলে ৭৪ রান করেন। ওপেনিং জুটিতে ১৬২ রান তোলেন তাঁরা। ফলে ২০ ওভারে ২ উইকেটে ২৪০ রান তোলে পেশোয়ার। শুরুতে মারকুটে মেজাজে ব্যাট করলেও, শতরানের সামনে এসে মন্থর হয়ে পড়েন বাবর। বেশি বল খেলতে শুরু করেন। ফুলটস বলও চার-ছক্কা মারতে পারেননি তিনি। ৯৪ থেকে ১০০-তে পৌঁছতে ৭টি বল নেন। তাঁর এই মন্থর ব্যাটিং দেখে স্থির থাকতে পারেননি ডুল। তিনি বলেন, "দল সবার আগে। সেটা বাবরের মনে রাখা উচিত। শতরান করা খুব ভালো ব্যাপার। সেই পরিসংখ্যানও দেখতে ভালো লাগে। কিন্তু দলের কথা সবার আগে ভাবা উচিত।"
৬০ বলে শতরান করেন বাবর। পরের পাঁচ বলে ১৫ রান যোগ করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা তাঁর আট নম্বর শতরান। তবে ২৪০ রান করলেও ম্যাচ কিন্তু জিততে পারেননি পেশোয়ার। কোয়েটা গ্লাডিয়েটর্স ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। ব্যাট করতে নেমে কোয়েটার জ্যাসন রয় ৬৩ বলে ১৪৫ রানে অপরাজিত থেকে যান। তাঁর দাপটেই ম্যাচ জিতে নেয় কোয়েটা। জলে যায় বাবরের শতরান। সঙ্গে জুটল কটাক্ষ এবং সমালোচনা।