অবসরে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ানসের ১০ নম্বর জার্সি
নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিজের ২০০তম টেস্ট খেলার পর ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সচিন রমেশ তেন্ডুলকর। তার আগে চ্যাম্পিয়নস লিগই ছিল মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে মাস্টার ব্লাস্টারের শেষ টুর্নামেন্ট। মুম্বই ইন্ডিয়নসের বিখ্যাত ১০ নম্বর জার্সিতে আর খেলতে দেখা যাবে না ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীকে। সচিনের প্রতি সম্মান জানিয়ে মুম্বই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ `মাস্টার`-এর সঙ্গেই তাঁর ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানোর কথা ঘোষণা করল।
নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে নিজের ২০০তম টেস্ট খেলার পর ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সচিন রমেশ তেন্ডুলকর। তার আগে চ্যাম্পিয়নস লিগই ছিল মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে মাস্টার ব্লাস্টারের শেষ টুর্নামেন্ট। মুম্বই ইন্ডিয়নসের বিখ্যাত ১০ নম্বর জার্সিতে আর খেলতে দেখা যাবে না ক্রিকেটের জীবন্ত কিংবদন্তীকে। সচিনের প্রতি সম্মান জানিয়ে মুম্বই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ `মাস্টার`-এর সঙ্গেই তাঁর ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানোর কথা ঘোষণা করল।
দলের মালিক নীতা আম্বানি জানিয়েছেন `মাস্টার ব্লাস্টার দলে থাকাকালীনই আমরা একই সিজনে আইপিএল এর সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছি। দলের জার্সিতে আর কোনও দিনও আমরা সচিনকে খেলতে দেখতে পারব না। আমাদের কাছে অদ্ভুত আবেগের সময় এটি। সচিনের অবসরের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা তাই তাঁর ১০ নম্বর জার্সিকেও অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।``