Sachin Tendulkar | Afghanistan: আফগানদের অনুরোধ ছিল, ক্লাস নিয়েছেন মাস্টার, গুরুদক্ষিণা কী দিলেন ছাত্ররা?
Sachin Tendulkar gives pep talk to Afghanistan team: আফগানিস্তান দলের অনুরোধেই তাঁদের ক্লাস নিয়েছেন সচিন তেন্ডুলকর। লিটল মাস্টারের থেকে ক্রিকট শিখতে পেরে রোমাঞ্চিত হয়েছেন হাশমাতুল্লাহ শাহিদিরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপে (World Cup 2023), যেখানে ইংল্য়ান্ড ও পাকিস্তানের মতো দল মাঠে নেমে খাবি খেয়েছে, সেখানে যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশ আফগানিস্তান (Afghanistan) নতুন করে স্বপ্ন দেখিয়েছে। ৭ ম্য়াচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রেখেছে হাশমাতুল্লাহ শাহিদির (Hashmatullah Shahidi) শিবির। সোমবার আফগানিস্তান ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার (Afghanistan vs Netherlands, World Cup 2023)। চলছে খেলা। গতরাতে ওয়াংখেড়েতে আফগানিস্তান ট্রেনিং সেরেছে। আর তাঁদের স্পেশ্যাল ক্লাস নিয়েছেন খোদ 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
আরও পড়ুন: Angelo Mathews | Time-Out: 'ভিডিয়োতে প্রমাণ আছে'! ফুঁসছেন দ্বীপরাষ্ট্রের তারকা, ধুয়ে দিলেন সাকিবকে
আফগানিস্তানের একাধিক ক্রিকেটেরারে অনুরোধ ছিল যে, একটাবার একশো সেঞ্চুরির মালিক এসে, তাঁদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করুন। হাশমাতুল্লাহদের অনুরোধ ফেলতে পারেননি লিটল মাস্টার। তিনি এসে দীর্ঘক্ষণ রশিদ খানদের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন। এদিন টসের সময়ে হাশমাতুল্লাহ বলেছেন, 'সচিন এই খেলার কিংবদন্তি। ওর থেকে শিখতে পেরে আমরা রোমাঞ্চিত।' হাশমাতুল্লাহরা সচিনকে গুরুদক্ষিণাও দিয়েছেন। সচিনের জন্য় তোলা ছিল আফগানিস্তানের বিখ্যাত হাতে বোনা কার্পেট ও কেশর। আফগানিস্তান ক্রিকেট বোর্ডই সেসব ছবি এক্স (সাবেক ট্যুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেছে। সচিন ছাড়াও এই বিশেষ উপহার পেয়েছেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট ও মেন্টর অজয় জাদেজা। ভারতে বিশ্বকাপে খেলতে এসেই আফগানিস্তান জাদেজাকে মেন্টর পদে নিয়োগ করেছিল।
জাদেজার বর্ণময় ক্রিকেট কেরিয়ার ১৯৯২-২০০০ পর্যন্ত বিস্তৃত। ১৫টি টেস্টে ৫৭৬ রান করেছেন জাদেজা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৬ ম্যাচে ৫৩৫৯ রান করেছিলেন। রয়েছে হাফ ডজন সেঞ্চুরি ও ৩০টি অর্ধ-শতরান। ভারতীয় ক্রিকেট ইতিহাসে জাদেজার নাম আজীবন থেকে যাবে। জাদেজা কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে জাদেজা ১১১টি ম্য়াচ খেলে ৮১০০ রান করেছেন। ২৯১টি লিস্ট এ ম্য়াচে তাঁর রয়েছে ৮৩০০ রান। জাদেজার এই রানই বলে দিচ্ছে যে, তাঁর অভিজ্ঞতা প্রশ্নাতীত। আর এটাই হতে চলেছে রশিদদের রসদ। খেলা ছাড়ার পর কোচিং করিয়েছিলেন জাদেজা। ২০১৫ সালে দিল্লি রঞ্জি দলের দায়িত্বে ছিলেন তিনি। পরে ক্রিকেট পণ্ডিত হিসেবেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
একথা অস্বীকার করার জায়গা নেই যে, জাদেজা দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। তবে ম্যাচ গড়াপেটা কাণ্ডে মুখ পুড়িয়ে ছিলেন। নির্বাসিত হয়েছিলেন পাঁচ বছপ। তদন্তের পর অবশ্য অভিযোগ মুক্ত হয়েছিলেন জাদেজা। আগামী ৭ অক্টোবর ধরমশালায় বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযান শুরু হচ্ছে। এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছে তারা। ২০১৫ এবং ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আফগানিস্তান। দেখা যাক এবার আফগানরা কী করতে পারেন।
আরও পড়ুন: World Cup 2023: এবার যেন ছয়ের প্রদর্শনী, সব রেকর্ড ভেঙে গেল, কতগুলি ওভার বাউন্ডারি এল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)