বিদায় সৌম্যজিতের

অঙ্কিতা দাসের পর লন্ডন অলিম্পিক থেকে বিদায় নিলেন সৌম্যজিত ঘোষ। উত্তর কোরিয়ার কিমের কাছে ১-৪ গেমে হেরে গেলেন শিলিগুড়ির এই টেবিল-টেনিস খেলোয়াড়। লন্ডন অলিম্পিকের টেবিল-টেনিসে শেষ হয়ে গেল ভারতীয়দের চ্যালেঞ্জ।

Updated By: Jul 29, 2012, 11:30 PM IST

অঙ্কিতা দাসের পর লন্ডন অলিম্পিক থেকে বিদায় নিলেন সৌম্যজিত ঘোষ। উত্তর কোরিয়ার কিমের কাছে ১-৪ গেমে হেরে গেলেন শিলিগুড়ির এই টেবিল-টেনিস খেলোয়াড়। লন্ডন অলিম্পিকের টেবিল-টেনিসে শেষ হয়ে গেল ভারতীয়দের চ্যালেঞ্জ।
প্রথম গেম ১১-৯ ব্যবধানে জিতলেও, তারপর হঠাত্‍ করেই ম্যাচ থেকে হারিয়ে যান সৌম্যজিত। পরপর ৪ টি গেমে হারেন তিনি। ম্যাচের ফল ৯-১১, ১১-৬, ১১-৫, ১১-৯, ১১-৭। শনিবার ব্রাজিলের গুস্তাফোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন সৌম্যজিত।
শনিবারই প্রথম রাউন্ডে ১৯ বছরের সৌম্যজিত হারালেন ব্রাজিলের গুস্তাফো সুবোইকে। ৪-২ ফলে ম্যাচ জিতে নেন সৌম্যজিত। শনিবারই মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন শিলিগুড়িরই মেয়ে অঙ্কিতা দাস।

.