নির্বাচনে লড়ার অনুমতি পেলেও সুপ্রিমকোর্টের নির্দেশে আপাতত বোর্ড সভাপতি হওয়া হচ্ছে না শ্রীনির

ফের বোর্ড সভাপতি হওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টে আপাতত ধাক্কা খেলেন এন শ্রীনিবাসন। সুপ্রিম কোর্ট তাঁকে বিসিসিআই নির্বাচনে লড়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু পাশাপাশি  আদালত জানিয়ে দিয়েছে জিতলে শ্রীনি আপাতত বোর্ড সভাপতি পদে বসতে পারবেন না।সুপ্রিম কোর্টে আপাতত ধাক্কা খেলেন শ্রীনিবাসন।

Updated By: Sep 27, 2013, 05:41 PM IST

ফের বোর্ড সভাপতি হওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টে আপাতত ধাক্কা খেলেন এন শ্রীনিবাসন। সুপ্রিম কোর্ট তাঁকে বিসিসিআই নির্বাচনে লড়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু পাশাপাশি  আদালত জানিয়ে দিয়েছে জিতলে শ্রীনি আপাতত বোর্ড সভাপতি পদে বসতে পারবেন না। সুপ্রিম কোর্টে আপাতত ধাক্কা খেলেন শ্রীনিবাসন।
বিসিসিআই নির্বাচনে লড়ার ছাড়পত্র পেলেও আদালত জানিয়ে দিয়েছে জিতলে শ্রীনি আপাতত বোর্ড সভাপতি পদে বসতে পারবেন না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না আদালত চূড়ান্ত রায়  জানাচ্ছে ততক্ষণ সভাপতি পদে বসতে পারবেন না শ্রীনি। এমনকী বোর্ডের নিত্যনৈমিত্তিক কাজেও অংশ নিতে পারবেন না।
ফলে বোর্ডের কাজকর্ম সামলানোর দায়িত্ব ফের দিতে হবে এখনকার অন্তবর্তীকালীন সভাপতি জগমোহন ডালমিয়া বা অন্য কাউকে। সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি পট্টনায়েক। এরপরই পরিস্কার হয়ে যাবে শ্রীনির ভবিষ্যত। এদিন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মার মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে।

.