ফুটবল-ক্রিকেটে রাজত্ব করছেন ‘রানির ছেলেরাই’!

ঘরের মাঠে ৫-০ জয়ের পর অধিনায়ক মর্গান বলছেন, “এটাই কেরিয়ারের সেরা সময়।

Updated By: Jun 25, 2018, 05:22 PM IST
ফুটবল-ক্রিকেটে রাজত্ব করছেন ‘রানির ছেলেরাই’!

নিজস্ব প্রতিবেদন: ফুটবলে ‘শের’ তো ক্রিকেটে ‘সওয়া শের’। দুই খেলাতেই সেরা ফর্মে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে ২ ম্যাচে ৮ গোল (বেশি গোলের রেকর্ডে বেলজিয়াম, রাশিয়ার সঙ্গে রয়েছে ইংল্যান্ডও)। শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে দল। অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে লাইমলাইটে রানির ক্রিকেট ব্রিগেডও।

আরও পড়ুন- বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে গড়াপেটা! ‘ফাঁস’ করে বিপাকে আকমল

বল পায়ে ব্রিটিশ অধিনায়ক হ্যারি কেনের ঝড়ে ছাড়খাড় হয়েছে সদ্য অভিষেক হওয়া পানামা। অন্যদিকে মারকাটারি ইনিংস খেলে অ্যাসেজে হারের বদলা  সুদে আসলে মিটিয়ে নিলেন ইয়ন মরগ্যান। ঘরের মাঠে ৫-০ জয়ের পর অধিনায়ক মর্গান বলছেন, “এটাই কেরিয়ারের সেরা সময়।”

আরও পড়ুন- ঘুষকাণ্ডে সুভাষ ভৌমিকের ৩ বছরের কারাদণ্ড

রাশিয়ায় হ্যারি কেন, লিঙ্গার্ড, রহিম স্টার্লিংদের খেলা দেখে অনেক ফুটবল বোদ্ধাই বলছেন, বিশ্বকাপের সোনালি ট্রফিটা ‘নবীন’ ইংল্যান্ড দলের হাতে উঠলেও তাঁরা অবাক হবেন না। অন্যদিকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে মরগ্যান, হেলস, বাটলার, মইন আলিদের এরকম দুর্ধর্ষ ফর্ম ভাবাচ্ছে সব মহলকেই। চিন্তায় আছে  বিরাটের ভারতও। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কার্যত নাস্তানাবুদই হয়েছে।  অজি ব্রিগেডের বিশ্বকাপ মাস্টার প্ল্যানে  ফাটল ধরিয়েছে  ইংল্যান্ড।

সব মিলিয়ে, একমাত্র দেশ হিসেবে ফুটবল এবং ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রবল দাবিদার হয়ে উঠছে ব্রিটিশরা। সম্ভাবনা তৈরি হলেও ‘অঘটন’ ঘটবে কবে তার উত্তর মিলবে ভবিষ্যতই।

.