কমনওয়েলথ গেমসে ভারতের লজ্জা- গ্লাসগোয় গ্রেফতার আইওসি সচিব, বক্সিং রেফারি
গ্লাসগো: কমনওয়েলথ গেমসে খেলোয়াড়রা যখন দেশকে গর্বিত করছেন
গ্লাসগো: কমনওয়েলথ গেমসে খেলোয়াড়রা যখন দেশকে গর্বিত করছেন, তখন দেশের অলিম্পিক কমিটির সচিব দেশের মাথানত করলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল আইওসি সাধারণ সচিব রাজীব মেহেতাকে। সেই সঙ্গে অন্য একটি ঘটনায় কুস্তির ভারতীয় রেফারিকে গ্রেফতার করা হল শ্লীলতাহানীর অভিযোগে। সোমবার এই দুই ভারতীয় কর্মকর্তাকে স্কটল্যান্ডের আদালতে পেশ করা হবে। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে এই খবর জানানো হয়।
শ্যুটিং থেকে স্কোয়াশ, বক্সিং থেকে ভারত্তোলন-চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের নিয়ে প্রশংসায় মেতেছে স্থানীয় মিডিয়া, কিন্তু খোদ আইওসি সচিবের গ্রেফতারির খবর সব পিছনের সারিতে চলে গেল।
এদিকে, সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া। গ্লাসগোয় ব্রোঞ্জ জিতেছেন সীমা।