Rohit Sharma and Ishan Kishan: ডাবল সেঞ্চুরি করার পরেও বাদ! রোহিতের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ

রোহিত ক্রিকেটীয় যুক্তি দিয়ে ঈশানকে বাদ দিয়েছেন। তবে তাঁর জন্য দলের দরজা একেবারেই বন্ধ হয়নি। বরং বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক।

Updated By: Jan 10, 2023, 02:23 PM IST
Rohit Sharma and Ishan Kishan: ডাবল সেঞ্চুরি করার পরেও বাদ! রোহিতের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ
কেন বাদ ঈশান? রোহিতের কাছে জানতে চায় গোটা দেশ। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) ১৩১ বলে ২১০ রান। মারমুখী মেজাজে সেই দ্বিতশতরান করে একাধিক রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছিলেন ঈশান কিশান (Ishan Kishan)। এমন চোখধাঁধানো ইনিংস খেলার পরেও শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নেই বাঁহাতি ওপেনার! ঈশানকে ব্রাত্য করে রাখার জন্য স্বভাবতই রোহিত শর্মার (Rohit Sharma) উপর বেজায় চটেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁর বিরুদ্ধে রাগে ফুঁসছে গোটা দেশ। ঈশান যে প্রথম একাদশ থেকে বাদ যাবেন, সেটা ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসে জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। তরুণ ঈশানের জায়গায় রোহিত আর এক তরুণ ওপেনার শুভমন গিলের (Subhman Gill) প্রতি আস্থা দেখিয়েছেন। ইশান বাদ যাওয়ার জন্য উইকেটকিপার হিসেবে খেলছেন কেএল রাহুল (KL Rahul)। আর সেটাই মেনে নিতে পারলেন না ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। তিনি টুইটারে রোহিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। 

রোহিতের সেই বক্তব্যের ভিডিয়ো রি-টুইট করে ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, 'যে তার শেষ একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছে, সেই ছেলেটাই বাদ! মনে করেছিলাম, যোগ্য ব্যক্তি সুযোগ পাবে। এমন এক সিরিজে এই ডবল সেঞ্চুরি এসেছিল যেখানে পরপর দুটি 
ম্যাচ হেরে ভারত সিরিজ হাতছাড়া করেছিল। শুভমনের সামনে এখনও প্রচুর সময় আছে। কিন্তু সদ্য ডবল সেঞ্চুরি করা ক্রিকেটারকে এভাবে বসানো যায় না।' ঈশানের হয়ে সওয়াল করে টিম ইন্ডিয়ার প্রাক্তন জোরে বোলার আরও লিখেছেন, 'যদি শুভমনকে খেলাতেই হয়, তাহলে আমার মতে ওকে তিন নম্বরে নামানো উচিত। কে এল রাহুলের বদলে ঈশানের হাতে তুলে দেওয়া উচিত উইকেটকিপারের দায়িত্ব।' 

আরও পড়ুন: IND vs SL: ফের একবার মহানুভবতার নজির গড়লেন রোহিত! কী করলেন? দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Jasprit Bumrah | IND vs SL: ছিটকে গেলেন বুমরা! ফিরেও হল না ফেরা, চলে এল বিরাট আপডেট

প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে রোহিত বলেছিলেন, 'শুভমন ও ঈশান দুই ওপেনার বেশ ভালো পারফরম্যান্স করেছে। তবে আমি এই মুহূর্তে শুভমনকে সুযোগ দেব। কারণ শুভমন গত কয়েকটি ম্যাচে রান করেছে। অন্যদিকে ঈশানও পিছিয়ে নেই। নিজের গত ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছে। এবং আমি জানি, একটা ডাবল সেঞ্চুরি করা কতটা কঠিন। একজন ব্যাটারের কাছে এটা দারুণ মাইলস্টোন। তবে ঈশানকে এই মুহূর্তে খেলাতে পারছি না। এটা খুব কঠিন ও দুঃখজনক সিদ্ধান্ত। আর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হল শুভমন গত আট-নয় মাস ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছে।' 

রোহিত ক্রিকেটীয় যুক্তি দিয়ে ঈশানকে বাদ দিয়েছেন। তবে তাঁর জন্য দলের দরজা একেবারেই বন্ধ হয়নি। বরং বিশ্বকাপের কথা মাথায় রেখে সবাইকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক। তবুও তাঁর প্রতি ক্ষোভ কিন্তু কমছে না। সাধারণ ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন 'হিটম্যান'-কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এখন রোহিতের পছন্দের শুভমন যদি প্রথম ম্যাচে বড় করতে পারেন, তাহলে হয়তো এই বিতর্ক কিছুটা থিতু হবে। 

.