ঋষভ পন্থকে 'স্লেজিং' করায় স্টুয়ার্ট ব্রডকে শিক্ষা দিলেন বিরাট!
বিরাট অবশ্য সেটা মনে রেখে ঋষভের পাশে দাঁড়ান ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেই।
![ঋষভ পন্থকে 'স্লেজিং' করায় স্টুয়ার্ট ব্রডকে শিক্ষা দিলেন বিরাট! ঋষভ পন্থকে 'স্লেজিং' করায় স্টুয়ার্ট ব্রডকে শিক্ষা দিলেন বিরাট!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/08/27/137708-virat.jpg)
নিজস্ব প্রতিবেদন : ট্রেন্ট ব্রিজ টেস্টে দুরন্ত খেলে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়ে টেস্ট সিরিজে কামব্যাক করেছে কোহলির টিম ইন্ডিয়া। এই ম্যাচে শুধু জয় নয়, ভারত অধিনায়ক বিরাট কোহলি শিক্ষা দিয়েছেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রডকেও।
আরও পড়ুন - মহম্মদ ইরফান নন, টি-টোয়েন্টিতে বোলিংয়ে বিশ্বরেকর্ড আরাফত সানির
ট্রেন্ট ব্রিজে কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা ২০ বছর বয়সী ঋষভ পন্থকে দ্বিতীয় ইনিংসে আউট করে প্যাভিলিয়নে চলে যাওয়ার ইঙ্গিত করেছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। আর সেটা ভালমতোই লক্ষ্য করেছিলেন বিরাট কোহলি। তখন কিছু বলেননি বা বলার সুযোগও ছিল না ক্যাপ্টেন কোহলির।
Virat Kohli And Stuart Broad Engage In Banter pic.twitter.com/iE9Zt4SWoQ
— Fantasy11 (@bigFantasy11) August 25, 2018
বিরাট অবশ্য সেটা মনে রেখে ঋষভের পাশে দাঁড়ান ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেই। ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে তখন ৮ উইকেট হারিয়ে হার বাঁচানোর লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। ব্যাট হাতে তখন লড়াই চালাচ্ছেন ব্রড। আর ঠিক সেই সময়ই ভারতের ক্লোজ ইন ফিল্ডাররা তাঁকে নানা ভাবে আক্রমণ করতে থাকেন। শেষে আর না থাকতে পেরে ব্রড, বিরাটকে অভিযোগ জানান। উত্তরে বিরাট তাঁকে বলেন, (ঋষভের মতো) তরুণ ক্রিকেটারকে 'স্লেজিং' করার সময় মনে ছিল না।