Brian Lara On Virat Kohli: 'স্ট্রাইক রেটের ঊর্ধ্বে...'! বিশ্বকাপে কি বিরাটকে দেখছেন কিংবদন্তি?

Virat Kohli's value beyond strike-rate Says Brian Lara: বিরাট কোহলিকে নিয়ে ব্রায়ান লারা যা বলার বলে দিলেন। এরপর সম্ভবত আর কিছু কারোর বলার থাকতে পারে না।

Updated By: Apr 8, 2024, 10:31 PM IST
Brian Lara On Virat Kohli: 'স্ট্রাইক রেটের ঊর্ধ্বে...'! বিশ্বকাপে কি বিরাটকে দেখছেন কিংবদন্তি?
বিরাটের ভবিষ্যৎ দেখে ফেললেন লারা!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সপ্তদশ আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশ্বকাপের বিমানে সম্ভবত উঠবেন না ব্য়াটিং মায়েস্ত্রো ও সর্বকালের অন্য়তম সেরা বিরাট কোহলি (Virat Kohli)! এমন রিপোর্টই পাওয়া যাচ্ছিল আইপিএল শুরুর আগে। বিরাটকে ছাড়াই নাকি বিদেশে বিশ্বকাপ খেলবে ভারত! অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটির তৈরি করা কাপযুদ্ধের নীলনকশায় নাকি নেই 'কিং কোহলি'! জানা গিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট বিরাটের মধ্য়ে আর সেই চেনা আগ্রাসন দেখতে পান না। এককথায় সে 'রাজা' আর নেই! রোহিত শর্মার স্কোয়াডে যাঁদের নাম থাকবে, তাঁদের মধ্য়ে টি-২০ সুলভ আগ্রাসন থাকাটাই হতে চলেছে বাধ্য়তামূলক। তবে এসব তত্ত্ব একেবারে খারিজ করে দিলেন ক্য়ারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা (Brian Lara)। সাফ জানিয়ে দিলেন যে, বিরাটকে ছাড়া ভারতের বিশ্বকাপ দল ভাবাই যায় না।

আরও পড়ুন: ঝাপসা হচ্ছে 'রাজা'র মুখ, বিরাটকে ছাড়াই বিশ্বকাপে ভারত! এখনই তৈরি নীলনকশা

চলতি আইপিএলে বিরাটের মাথাতেই রয়েছে অরেঞ্জ ক্য়াপ। তবুও তাঁর স্ট্রাইক রেট নিয়ে অনেকে তুলেছেন প্রশ্ন। লারা এই বিষয়ে আইপিএলের সম্প্রচারকারী চ্য়ানেলে বলেছেন, 'দেখুন স্ট্রাইক রেট নির্ভর করে ব্য়াটিং পজিশনের উপর। একজন ওপেনারের স্ট্রাইক-রেট ১৩০-১৪০ হলে একদম ঠিক আছে। কিন্তু যখন কেউ মিডল অর্ডারে ব্য়াট করতে আসে তখন তার স্ট্রাইক রেট ১৫০ বা ১৬০-এর মতো দরকার। আমরা আইপিএলে দেখলাম ইনিংসের শেষে লগ্নে ২০০-র স্ট্রাইক রেটে ব্য়াট করছে। কিন্তু কোহলি ওপেন করছে। ওর স্ট্রাইক রেট ১৩০-এর কাছাকাছি থাকারই সম্ভাবনা থাকবে। শেষ করতে পারে ১৬০ বা তারও বেশিতে। আমাকে যদি বলেন, তাহলে বলব, টি-২০ বিশ্বকাপে ভারতের টপ থ্রি হবে রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিল। বাকি সব কিছু বাদ দিয়েই বলছি। আর আরসিবি একজনকে ভুলে দলীয় প্রচেষ্টা নিয়ে ভাবুক।'

বিশ্বকাপে বিরাট-রোহিত ওপেনিং জুটির সম্ভাবনা নিয়েও কথা বললেন লারা। তাঁর সংযোজন, 'আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে বিরাট-রোহিত ওপেনিং জুটি ভারতের জন্য় খুবই ভালো হবে। তবে আমি বলব শুরুতে একজন তরুণ থাকুক। তার যোগ্য়তা সে দেখাক। মিডল অর্ডারে থাকুক একজন অভিজ্ঞ ব্য়াটার। তারা ইনিংসের আকার দেবে। শুরুতেই বিরাট-রোহিতের মতো অভিজ্ঞ কাউকে পাঠিয়ে দেওয়ার পর, তাদের মধ্য়ে কেউ যদি শুরুতেই আউট হয়ে যায়, তাহলে দল চাপে পড়ে যাবে। আমি বিরাট-রোহিতকে প্রথম তিনে দেখতে চাই। কারণ তিনে এদের মধ্য়ে একজনকে ব্য়বহার করতেই হবে।' এই মুহূর্তে আইপিএলে পাঁচ ম্য়াচে বিরাটের রান ৩১৬। করেছেন একটি সেঞ্চুরি ও জোড়া হাফ সেঞ্চুরি। তাঁর স্ট্রাইক রেট ১৪৬.২৯।

আরও পড়ুন: Virat Kohli And MS Dhoni: বিপুল ধনরাশির মালিক ধোনি-কোহলি, তাঁদের চুল কাটানোর খরচ কত? জানলে মাথা ঘুরে যাবে

 

 
 
Loaded2.67%
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.