Virat quits India Test captaincy: Kohli-র ‘বিরাট’ সিদ্ধান্তে হতবাক Rohit Sharma
অবাক হলেও কোহলিকে ভবিষ্যতের শুভেচ্ছা জানালেন রোহিত।
![Virat quits India Test captaincy: Kohli-র ‘বিরাট’ সিদ্ধান্তে হতবাক Rohit Sharma Virat quits India Test captaincy: Kohli-র ‘বিরাট’ সিদ্ধান্তে হতবাক Rohit Sharma](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/16/361424-rohitvirat.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির (Virat Kohli) আচমকা সিদ্ধান্তে অবাক হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেটা অকপটে ইনস্টাগ্রামে স্বীকার করে নিলেন ‘হিট ম্যান’। গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার (Team India) দুই মহা তারকার ইগোর লড়াই নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট। তবে শেষ পর্যন্ত সতীর্থ কোহলির প্রতি সমবেদনা প্রকাশ করলেন টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক।
ইনস্টাগ্রামে রোহিত লিখেছেন, ‘আমি বিস্মিত! ভারত অধিনায়ক হিসেবে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য তোমাকে অভিনন্দন জানাই। আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা।‘
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য এই মুহূর্তে জাতীয় দলের সঙ্গে নেই রোহিত। তিনি এনসিএ-তে রিহ্যাবে আছেন। আগেই জাতীয় দলের সীমিত ওভারের ফরম্যাটে তাঁকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। কিন্তু এ বার বিরাটের টেস্ট দল থেকে সরে যাওয়ায় মনে করা হচ্ছে যে রোহিতের হাতে টেস্ট দলের দায়িত্বও তুলে দেওয়া হতে পারে। সেটা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটাতে পারেন এই মুম্বইকর।
তবে যতই দু’ জনে মুখে বলুন, তাঁদের সম্পর্ক নিয়ে কোনও সমস্যা নেই, নানা ঘটনায় বার বার এই নিয়ে প্রশ্ন উঠেছে। তাই তো দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে সেই বহু বিতর্কিত সাংবাদিক সম্মেলনে কোহলিকে বলতে হয়েছিল, “আমার এবং রোহিতের মধ্যে কোনও খারাপ সম্পর্ক নেই। শেষ দু’বছর ধরে এক কথা বলে বলে আমি ক্লান্ত। একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই যে, আমার কোনও সিদ্ধান্তে দলের ক্ষতি হবে না। দলকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। রোহিত দারুণ অধিনায়ক এবং কৌশলগত ভাবেও পারদর্শী। রাহুল দ্রাবিড়ের সঙ্গে জুটি বেঁধে ওরা আমার থেকে ১০০ শতাংশ বার করে নেবে। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে ওরা যে লক্ষ্য ঠিক করবে দলের জন্য, আমি সেই ভাবেই কাজ করব।“
এমনকী নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাকেও সেই সময় বলতে হয়েছিল, “কোহলি এবং রোহিতের সঙ্গে আলাদা করে বসে আলোচনার কোনও দরকারই নেই। সবই ঠিকঠাক আছে। আমি বারবার বলি জল্পনায় কান না দিতে। ওদের মধ্যে কোনও সমস্যা নেই। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ওদের মধ্যে অনেক কথা হয়েছে।“
এখন দুই মহা তারকা মুখোমুখি হওয়ার কীভাবে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যান সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।