বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র'
ফিস্ত স্টেডিয়াম, সোচি।
নিজস্ব প্রতিবেদন : ২০১৪ সালে শীতকালীন অলিম্পিক্স এবং প্যারাঅলিম্পিক্সের জন্য সোচির এই ফিস্ত স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল। তখন অবশ্য স্টেডিয়ামটি ইনডোর হলেও বিশ্বকাপের জন্য ফিফার নিয়ম মেনে ওপেন-এয়ার স্টেডিয়াম তৈরি করা হয়েছে। রাশিয়া বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম হিসেবে ধরা হচ্ছে সোচির এই অলিম্পিক স্টেডিয়ামকে। স্টেডিয়ামের আসন সংখ্যা ৪৭,৬৫৯। গতবছর কনফেডারেশন্স কাপের অন্যতম ভেন্যু ছিল সোচির ফিস্ত স্টেডিয়াম।
# ফিস্ত স্টেডিয়াম, সোচি
* আসন সংখ্যা : ৪৭,৬৫৯
কোন কোন ম্যাচ রয়েছে ফিস্ত স্টেডিয়ামে | ||
|
@ গ্রুপ পর্ব : পর্তুগাল বনাম স্পেন (গ্রুপ-বি) |
@ নক আউট পর্ব : রাউন্ড অব সিক্সটিন |