WT20: অতীত নয়, সামনের দিকে তাকাতে চাই, Team India-কে হুঙ্কার দিলেন Babar Azam

টি-টোয়েন্টি বিশ্বকাপে চাকা ঘোরাতে মরিয়া পাকিস্তান।   

Updated By: Oct 23, 2021, 10:23 PM IST
WT20: অতীত নয়, সামনের দিকে তাকাতে চাই, Team India-কে হুঙ্কার দিলেন Babar Azam
আত্মবিশ্বাসে ফুটছেন বাবর আজম। ছবি: পিসিবি

নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের যুদ্ধে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের আলোচনা হলেই সবার আগে চোখের সামনে ভেসে উঠবে কয়েকটা পরিসংখ্যান। একদিনের বিশ্বকাপে ভারত ৭-০ এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) 'মেন ইন ব্লু' ব্রিগেড ৫-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তবুও বাবর আজমের (Babar Azam) মতে এ বার তাঁর দল চাকা ঘোরাবে। শনিবারের সাংবাদিক সম্মেলনে সেটা বুঝিয়ে দিলেন পাক অধিনায়ক। 

বাবর আজম বলেন,"চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে খেলেছি এবং জিতেছি। বিশ্বকাপেও ভারতকে সামনে থেকে দেখেছি। তাই কোনও চাপ নেই। তাই এই ম্যাচটা অন্যান্য ম্যাচের মতোই দেখছি। তাই অতীত নিয়ে ভাবছি না। সামনের দিকেই তাকাচ্ছি। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি ভারতকে হারানোর জন্য।"  

আরও পড়ুন: PM Imran Khan: মহারণের আগে বড় মন্তব্য পাক প্রধানমন্ত্রীর, কী বলেলন ইমরান

 

এমনকি তাঁকে অতীত রেকর্ড নিয়ে ভাবাচ্ছে না। সেটাও শনিবার মনে করিয়ে দিলেন বাবার আজম। তিনি যোগ করলেন, "রেকর্ড কিন্তু ভাঙার জন্য তৈরি হয়। ভারতকে হারিয়ে পুরনো রেকর্ড ভাঙতে আমরা বদ্ধপরিকর। রবিবার যদি পরিকল্পনা মাফিক খেলতে পারি, তাহলে পিছনে তাকানোর দরকার নেই। তাই এই ম্যাচটা সহজ ভাবে ভাবছি।" 

১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও দেশের বর্তমান অধিনায়ক ইমরান খান থেকে শুরু করে পিসিবি-র (PCB) চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raza) সবাই দলকে উজ্জীবিত করেছেন। এমনকি এ বার শুধু বোলিং নয়, ব্যাটিংয়ের জোরেও বিরাট কোহলির (Virat Kohli) ভারতকে হারাতে মরিয়া তিনি। বাবর আজম শেষে বলেন, "বোলিং আমাদের শক্তি। আমাদের বোলিং শক্তিতে ভর করেই আমরা ম্যাচ জিতেছি অনেক বার। ওদেরও বোলিং শক্তি ধারাল। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলব, আমি বোলারকে দেখে বল খেলি না। নিজের ব্যাটিংয়েই মনোনিবেশ করি। আর এ বার কিন্তু আমাদের ব্যাটিংও শক্তিশালি। বিশ্বকাপের জন্য আমাদের ভাল প্রস্তুতি হয়েছে। ব্যাটিং শক্তিকে কাজে লাগিয়েই ম্যাচ জিততে তৈরি।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.