Mohammed Siraj VS Steve Smith, WTC Final 2023: লাবুশানের পর এবার সিরাজের টার্গেট স্মিথ! বল ছোঁড়ার ভিডিয়ো ভাইরাল

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে স্লেজিং আর অতীতের মতো উত্তাপ ছড়ায় না। অজি ক্রিকেটাররা আইপিএল খেলেন। ভারতের অনেক ক্রিকেটারই অজিদের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন। ফলে স্লেজিংয়ে আগের সেই তীব্রতা আর নেই। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 8, 2023, 06:07 PM IST
Mohammed Siraj VS Steve Smith, WTC Final 2023: লাবুশানের পর এবার সিরাজের টার্গেট স্মিথ! বল ছোঁড়ার ভিডিয়ো ভাইরাল
মেগা ফাইনালে আগ্রাসী মেজাজে রয়েছেন মহম্মদ সিরাজ। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) একেবারে ব্যর্থ টিম ইন্ডিয়ার (Team India) বোলিং। আর তাই যত সময় যাচ্ছে, মেজাজ হারাচ্ছেন রোহিত শর্মার (Rohit Sharma) পেস বোলাররা। বিশেষ করে এই তালিকায় সবার উপরে থাকবে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম। ওভালে (The Oval) প্রথম দিন তিনি মার্নাস লাবুশানের (Marnus Labuschagne) দিকে তেড়ে গিয়েছিলেন। আর এবার টার্গেট ছিলেন স্টিভ স্মিথ (Steve Smith)। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। 

ঘটনার সূত্রপাত দ্বিতীয় দিনের খেলার প্রথম ওভারে। ব্যক্তিগত ৯৫ রানে ক্রিজে এসেছিলেন স্মিথ। দিনের প্রথম ওভারের প্রথম বলেই সিঙ্গলস নিয়ে স্মিথকে স্ট্রাইক দেন ট্রাভিস হেড। স্টান্স নিয়েই সিরাজের প্রথম ডেলিভারিকে ফ্লিক করেন। বল বাউন্ডারির বাইরে যেতেই ৯৯ রানে পৌঁছে যান তিনি। এর পরের বলেও মারলেন ফের চার। আর এই বাউন্ডারির সাহায্যে অজিদের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ৩১টি শতরান সেরে ফেলেন। কিন্তু সেই ওভারের চতুর্থ বলেই ঘটল বিপত্তি। সিরাজের রান আপ নিয়ে এগিয়ে এলেও ক্রিজ থেকে সরে দাঁড়ান স্মিথ। আসলে সাইট স্ক্রিনে কিছু সমস্যার জন্য স্মিথের চোখে সমস্যা হচ্ছিল। কিন্তু হতাশ সিরাজ সেটা বুঝতে চাইলেন না। স্মিথের দিকে বল ছুঁড়ে মারলেন! 

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: শর্ট বলে বিদ্ধ করেই লাবুশানেকে হুঙ্কার সিরাজের, দেখুন ভাইরাল ছবি

আরও পড়ুন: Steve Smith, WTC Final 2023: বিরাট, পন্টিংকে পিছনে ফেলে কোন বিশেষ নজির গড়লেন স্টিভ স্মিথ?

এদিকে প্রথম দিনেও দেখা গিয়েছিল একইরকম সংঘাতের ছবি। শর্ট বলে বিদ্ধ করেই লাবুশানের চোখে চোখ রেখে লড়াই শুরু করে দিয়েছিলেন তরুণ জোরে বোলার। স্বভাবতই এমন মুহূর্ত ভাইরাল হতেও সময় লাগেনি। সোশ্যাল মিডিয়াতে চর্চা তুঙ্গে।  

রোহিত শর্মা টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান। উসমান খোয়াজাকে ফিরিয়ে শুরুতে আঘাত হানেন সিরাজ। এরপর অজি ব্যাটিংয়ের অষ্টম ওভারের প্রথম ডেলিভারিটাই ছিল জোরাল শর্ট বল। সেই বল লাবুশানের বৃদ্ধাঙ্গুষ্ঠে লাগতেই ব্যথার চোটে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। আপাত নিরীহ ক্রিকেট ফাইনাল হঠাৎই অন্যরকম দেখায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। লাবুশেনের দিকে তাকিয়ে রয়েছেন সিরাজ, এমন ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। লেখা হয়, ‘সিরাজ বনাম লাবুশেন…শুরু হয়ে গিয়েছে লড়াই।’

যদিও সত্যি সত্যিই শুভমন গিল এমন কথা বলেছিলেন কিনা, তা জানা নেই। লাঞ্চের পরে দেখা গিয়েছিল, মহম্মদ শামির একটি বেরিয়ে যাওয়া ডেলিভারি আগেই পড়ে ফেলেছেন স্মিথ। তিনি ইশারা করে সেটাই দেখাচ্ছিলেন স্মিথকে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে স্লেজিং আর অতীতের মতো উত্তাপ ছড়ায় না। অজি ক্রিকেটাররা আইপিএল খেলেন। ভারতের অনেক ক্রিকেটারই অজিদের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন। ফলে স্লেজিংয়ে আগের সেই তীব্রতা আর নেই। যদিও বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন থেকেই কিন্তু স্লেজিংয়ের রগরগে ব্যাপারটা দেখা গেল। সেটা বজায় ছিল খেলার দ্বিতীয় দিনেও। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.