Katihar Express: একটা বিড়ির জন্য! কেন খুন তবলা বাদককে? ধৃত সিরিয়াল কিলারের চাঞ্চল্যকর বয়ান...
২০ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যেই ৫টা খুন করে সে। কাটিহার এক্সপ্রেসে তবলা বাদককে খুনটি ছিল চতুর্থ খুন।
পিয়ালি মিত্র: কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের খুনে চাঞ্চল্যকর তথ্য। বিড়ি খাওয়ায় বাঁধা দেওয়াতেই কাটিহার এক্সপ্রেসের তবলা বাদককে খুন। জেরায় দাবি ধৃত সিরিয়াল কিলার রাহুল জাটের। গতকাল গুজরাটের ভালসাদ পৌঁছয় হাওড়া জিআরপির টিম। জেরায় ধৃতের দাবি কাটিহার এক্সপ্রেসের ওই প্রতিবন্ধী কম্পার্টমেন্টে সে ও তবলা বাদক ছাড়া আর কেউ ছিল না। কামড়ার ভিতরে বিড়ি খাওয়ায় প্রতিবাদ করেন তবলা বাদক। আর তার জেরেই ওই তবলা বাদককে কুপিয়ে খুন করে সে। তারপর টাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়।
ধৃতকে জেরা করে আরও জানা গিয়েছে গত ২০ অক্টোবর থেকে ২৪ নভেম্বরের মধ্যেই ৫টা খুন করে সে। প্রথম ২০ অক্টোবর অন্ধ্রপ্রদেশের গোটাতে এক মহিলাকে খুন করে । তারপর ধর্ষণ করে। গুজরাট পুলিসের থেকে এই তথ্য পাওয়ার পর গতকালই ওই মহিলার দেহ উদ্ধার করে অন্ধ্রপ্রদেশ রেল পুলিস। ধৃত থেকে নিহত মহিলার মোবাইলও মিলেছে। দ্বিতীয় খুন করে কর্নাটকের মেঙ্গালুরুতে ট্রেনে এক মহিলাকে, তৃতীয় খুন করে গুজরাটের ১৯ বছরের তরুণীকে, কাটিহার এক্সপ্রেসে খুনটি ছিল চতুর্থ খুন এবং ২৪ নভেম্বর যেদিন গুজরাটের পুলিসের হাতে ধরা পড়ে তার আগেই সেকেন্দ্রবাদে পঞ্চম খুন করে সে। এবারও এক মহিলাকে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের একটি ট্রেনে প্রতিবন্ধী কম্পার্টমেন্টে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল কয়েক মাস আগে। সেই খুনের সঙ্গেও ধৃত এই সিরিয়াল কিলারের যোগ থাকতে পারে বলে অনুমান পুলিসের। পাশাপাশি, গোটা দেশে আরও কোনও এমন ট্রেনের মধ্যে খুনের ঘটনা ঘটেছিল কি না, সেই বিষয়েও খোঁজ শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)