FIFA World Cup 2022: 'মেসির হাতেই উঠবে বিশ্বকাপ', স্পষ্ট বার্তা ইব্রার
ইব্রাহিমোভিচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে 'শক্তিশালী দেশ' হিসাবে বর্ণনা করেছেন কিন্তু তিনি বিশ্বাস করেন যে মেসির জয় অনিবার্য। আর্জেন্টিনা এবং সবাইকে অবাক করে সেমিফাইনালে পৌঁছানো মরোক্কো ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে থামানোর চেষ্টা করবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসি মিলানের ফরোয়ার্ড জ্লাটান ইব্রাহিমোভিচ সোমবার দুবাইতে সাংবাদিকদের বলেছেন বিশ্বাস করেন যে বিশ্বের সব ফোর্স লিওনেল মেসিকে তাঁর অধরা বিশ্বকাপ তুলে দিতে বদ্ধপরিকর। রেকর্ড করে পঞ্চম বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসি। মঙ্গলবার শেষ চারের খেলায় ক্রোয়েশিয়াকে হারিয়ে এই প্রতিযোগিতায় মেসি তাঁর দ্বিতীয় ফাইনালে ওঠার চেষ্টা করবেন।
৩৫ বছর বয়সী মেসি সম্ভবত তার শেষ বিশ্বকাপে খেলছেন। ইতিমধ্যেই ব্রাজিল, পর্তুগাল, জার্মানি এবং স্পেনের মতো দল প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। ১৯৮৬ সালের পরে প্রথমবার ফুটবলের সবথেকে মর্যাদাপূর্ণ শিরোপা জিততে বদ্ধপরিকর বলে মনে করা হচ্ছে।
ইব্রাহিমোভিচ, দুবাইতে শীতকালীন প্রশিক্ষণ শিবিরের জন্য তাঁর এসি মিলান সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সময় তার হাঁটুর রিহ্যাব চালিয়ে যাচ্ছেন। দোহায় অন্য তিন সেমিফাইনালিস্টের প্রশংসা করেছেন তিনি, কিন্তু আশ্বাস দিয়েছেন যে তিনি কেবল একটি দলকেই এই ট্রফি নিয়ে যেতে দেখতে পাচ্ছেন।
তিনি বলেছেন, ‘আমি মনে করি এটি ইতিমধ্যেই লেখা আছে কে জিতবে, এবং আপনি জানেন আমি কাকে বলতে চাইছি। আমি মনে করি মেসি ট্রফি তুলবেন, এটা আগেই লেখা আছে’। ইব্রা ২০০২ এবং ২০০৬ সালের দুটি বিশ্বকাপে সুইডেনের প্রতিনিধিত্ব করেন।
আরও পড়ুন: Ronaldo | Argentina vs Croatia: 'যদি বলি আর্জেন্টিনার জন্য খুশি, তাহলে সেটা নিছকই ভণ্ডামি হবে'
আর্জেন্টিনা এবং সবাইকে অবাক করে সেমিফাইনালে পৌঁছানো মরোক্কো ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে থামানোর চেষ্টা করবে। বুধবার অ্যাটলাস লায়ন্স বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দেখা হয়েছিল ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের।
ইব্রাহিমোভিচ ফ্রান্স এবং ক্রোয়েশিয়াকে ‘শক্তিশালী দেশ’ হিসাবে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে মেসির জয় অনিবার্য।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)