করোনার ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবর, ধৃত ২ যুবক

 এক সপ্তাহ ধরে করোনা ইঞ্জেকশন নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল।

Updated By: Apr 17, 2020, 02:20 PM IST
করোনার ভ্যাকসিন নিয়ে ভুয়ো খবর, ধৃত ২ যুবক

নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। বৃহস্পতিবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস। ধৃতদের নাম ফকির মহলদার (৩৬), বাড়ি কালিয়াগঞ্জ শহরের ৬ নম্বর ওয়ার্ডের রশিদপুরে। দ্বিতীয়জন হল পবিত্র বর্মন (২৬), বাড়ি ধনকৈল পঞ্চায়েতের বালাস গ্রামে। 

ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিস। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়। কালিয়াগঞ্জ থানার পুলিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে কালিয়াগঞ্জ শহর এবং গ্রামাঞ্চলের নানা প্রান্তে করোনা ইঞ্জেকশন নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। 

কারা এই গুজব ছড়ানোর পেছনে আছে, এরপরই তাদের সন্ধানে নামে পুলিস। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুজনের হদিশ পাওয়া যায়। এই গুজব ছড়ানোর চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে সন্ধান চালাচ্ছে কালিয়াগঞ্জ থানার পুলিস। 

আরও পড়ুন, তথ্য গোপন করা হচ্ছে, সংসদে রাজ্যে করোনার সঠিক ছবিটা তুলে ধরবে বিজেপি

.