রাজ্যে একের পর এক থাবা বসাচ্ছে করোনা, উত্তরবঙ্গে ১ ব্যক্তির শরীরে মিলল সংক্রমণ

রাজ্যে একেরপর এর থাবা বসাচ্ছে করোনা, উত্তরবঙ্গে ১ ব্যক্তির শরীরে মিলল সংক্রমণ

Updated By: Mar 28, 2020, 11:44 PM IST
রাজ্যে একের পর এক থাবা বসাচ্ছে করোনা, উত্তরবঙ্গে ১ ব্যক্তির শরীরে মিলল সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: বিরাম নেই। পরপর আসছে খবর। একই দিনে রাজ্যে ৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মিলল করোনাপজেটিভ। এগরার পর এবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। করোনার উত্তরবঙ্গ মেডিক্যালে কলেজে ভর্তি এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা যাচ্ছে, সম্প্রতি বিদেশ সফর করেছিলেন ওই ব্যক্তি। উল্লেখ্য, রাজ্যে যেই ৩৭ জনের রিপোর্ট পরীক্ষার জন্য় এসেছিল তাঁদের মধ্যে এই নিয়ে ৩ জনের রিপোর্ট পজেটিভ এলো।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য বিমার কথা ভাবছে না কোনও সরকার: কুণাল সরকার

বলার অপেক্ষা রাখে না বাড়ছে আতঙ্ক। এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮। মৃত্যু ১ জনের। কলকাতাতেও ৩ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। সবমিলিয়ে করোনা আতঙ্কে কাঁপছে কলকাতাসহ গোটা রাজ্য। গতকালই তেহট্টের ৫ জনের শরীরে মিলেছে সংক্রমণ। বেপরোয়া মনোভাবেই এই অবস্থা বলছেন বিশষজ্ঞরা। করোনা আক্রান্ত তিন শিশু ও দুই মহিলাকে বেলেঘাটা আই.ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সংস্পর্শে আসা আরও ১৫ জনকেও অ্যাম্বুল্যান্সে শহরে আনা হয়েছে।

করোনা রোগীর সংস্পর্শে আসায় দিল্লিতে ঘরবন্দি থাকতে বলা হলেও, নিয়ম ভেঙে দুই মহিলা পারিবারিক অনুষ্ঠানে তেহট্টে আসেন। বাজারে যান, পাড়ায় কথাও বলেন। সবার তালিকা তৈরি করছে স্বাস্থ্য দফতর। রাজধানীতে দুই বাঙালি মহিলাকে, করোনা সন্দেহে ঘরবন্দি থাকার নির্দেশ সম্পর্কে, তাদের কিছুই না জানানোয়, স্বাস্থ্যমন্ত্রকের কাছে ক্ষোভ প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। 

.