TMC Leader Body Recovered: মাটি খুঁড়ে উদ্ধার অপহৃত TMC নেতার দেহ, নেপাল সীমান্তে গ্রেফতার মূল অভিযুক্ত
পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান,ঘটনার তদন্তে নেমে পুলিস পাঁচজনকে গ্রেফতার করেছে। একজন মহিলার যোগাযোগ রয়েছে এই ঘটনায়
রনজয় সিংহ: মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে ১০ দিন আগে অপহরণ করা হয় তৃণমূল নেতা আবদুল বারেককে। দশ দিন পর তার দেহ মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিস। পাশাপাশি ওই অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত এলাকার এক তৃণমূল নেতা আবদুল বাসির সহ ৫ জনকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। মঙ্গলবার ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। আজ তাদের তোলা হবে চাঁচোল মহকুমা আদালতে।
গত ১৪ মে হরিশ্চন্দ্রপুরের কাতলামারি গ্রামে নিজের বাড়ি থেকে অপহৃত হন আবদুল বারেক নামের ওই তৃণমূল নেতা। অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল নেতা আবদুল বাসির-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিস মঙ্গলবার ভারত-নেপাল সীমান্ত থেকে বাসির সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। তাদের জেরা করেই মেলে মৃতদেহের সন্ধান। শেষপর্যন্ত হরিশ্চন্দ্রপুরে একটি জলাশয় থেকে উদ্ধার হয় অপহৃত আবদুল বারেকের পুঁতে রাখা দেহ।
জেলা পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান,ঘটনার তদন্তে নেমে পুলিস পাঁচজনকে গ্রেফতার করেছে। একজন মহিলার যোগাযোগ রয়েছে এই ঘটনায়। তারও খোঁজও শুরু হয়েছে।
আরও পড়ুন-কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল, সপা-র সমর্থনে রাজ্যসভায় প্রাক্তন কংগ্রেস নেতা!