Agnipath Scheme Protest: অগ্নিপথ বিক্ষোভের জের! আজও বাতিল একাধিক ট্রেন, স্টেশনে যাত্রীদের ভিড়

বাতিল অমৃতসর, আসানসোল গয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। এমনকী সময় বদল হল হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস, জম্মু তাওয়াই, পূর্বা এক্সপ্রেসের।

Updated By: Jun 19, 2022, 12:53 PM IST
Agnipath Scheme Protest: অগ্নিপথ বিক্ষোভের জের! আজও বাতিল একাধিক ট্রেন, স্টেশনে যাত্রীদের ভিড়
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ বিক্ষোভের জের অব্যাহত রবিবারও। রাজ্যে রাজ্যে বিক্ষোভের জেরে ফের একগুচ্ছ ট্রেন বাতিল (Train Cancelled) করল পূর্ব মধ্য রেল ( East Central Railway)। বাংলা থেকেও বাতিল প্রায় ৮টি ট্রেন। বাতিল অমৃতসর, আসানসোল গয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। এমনকী সময় বদল হল হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস, জম্মু তাওয়াই, পূর্বা এক্সপ্রেসের। ফলে চরম সমস্যায় যাত্রীরা।

রবিবার কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে-

১) আসানসোল-গোয়া এক্সপ্রেস

২) কলকাতা-অমৃতসর এক্সপ্রেস

৩) হাওড়া-জয়নগর এক্সপ্রেস

৪) ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস

৫) ভাগলপুর-মুজফফরপুর এক্সপ্রেস

৬) ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস

৭) ভাগলপুর-রাঁচি ভানাচল এক্সপ্রেস

৮) মালদা টাউন-পাটনা এক্সপ্রেস

এছাড়াও কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস বেলা ১১:৪৫ এর বদলে কলকাতা স্টেশন থেকে দুপুর ৩টেয় ছাড়বে। হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮.১৫ র বদলে বিকাল ৪.৫০এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস দুপুর ২.০৫ এর বদলে বিকাল ৩.১৫ য় ছাড়বে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দুপুর ১ টার বদলে বিকাল ৪.১০ এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে। 

ভাগলপুর-লোকমান্য তিলক সকাল ৯ টার বদলে বিকাল ৫টায় ভাগলপুর থেকে ছাড়বে। ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস বেলা ১১.৫০ এর বদলে সন্ধে ৬টায় ভাগলপুর থেকে ছাড়বে। মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর অবধি যাবে। একইসঙ্গে কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর থেকে ছাড়বে। 

আরও পড়ুন, Weather Today: রবিবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, স্বস্তি দিয়ে কমল তাপমাত্রা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.