বিজেপি কাউন্সিলরের তৃণমূলে যোগ নিয়ে বাবুল-দীলিপ কাজিয়া!
বিজেপি শিবিরে নেতা-মন্ত্রী কাজিয়া প্রকাশ্যে। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি কাউন্সিলর বাপি হুইলার ও স্থানীয় বিজেপি নেতা অনুপ ঘোষাল। সেই দলবদল অনুষ্ঠানেই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দুই বিজেপি নেতা। ঘটনার পরেই ট্যুইট করেন বাবুল সুপ্রিয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি সাংসদের যে মনোমালিন্য চলছে তা অনেকটাই স্পষ্ট হয়েছে ট্যুইটে। ট্যুইটে বাবুল লিখেছেন,"দিলীপ দা আমাকে বলেছেন যে, সংগঠন চালানো MP বা MLA এর দায়িত্ব নয়। তাই আমি সংগঠনে আর হস্তক্ষেপ করি না।"
ওয়েব ডেস্ক: বিজেপি শিবিরে নেতা-মন্ত্রী কাজিয়া প্রকাশ্যে। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিজেপি কাউন্সিলর বাপি হুইলার ও স্থানীয় বিজেপি নেতা অনুপ ঘোষাল। সেই দলবদল অনুষ্ঠানেই আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দুই বিজেপি নেতা। ঘটনার পরেই ট্যুইট করেন বাবুল সুপ্রিয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি সাংসদের যে মনোমালিন্য চলছে তা অনেকটাই স্পষ্ট হয়েছে ট্যুইটে। ট্যুইটে বাবুল লিখেছেন,"দিলীপ দা আমাকে বলেছেন যে, সংগঠন চালানো MP বা MLA এর দায়িত্ব নয়। তাই আমি সংগঠনে আর হস্তক্ষেপ করি না।"
আমাদের কাউন্সিলর বাপি 'Wheeler'-এর তৃণমূলে যাওয়ার মূল কারণগুলির সমাধান তৃনমূল-ই করতে পারবেআমি করিনি-করবোও নাউনি ভালোই জানেন সেগুলো কি
— Babul Supriyo (@SuPriyoBabul) July 3, 2017
দিলীপদা বলেছেন আমাকে যে organisation চালানো MP বা MLA-র দায়িত্ত্ব নয়তাই আমি সংগঠনে আর interfere করি না•কাজ করো, আমি পাশে ছিলাম - থাকবো https://t.co/J1AVpduWlI
— Babul Supriyo (@SuPriyoBabul) July 3, 2017
Shongothon er internal kotha ta ki?Aami Asansol e ashar ageo toh shongothon chhilo•aami shottiyi interfere kori naAsansol BJP = All of US https://t.co/1MBQze5ZvS
— Babul Supriyo (@SuPriyoBabul) July 3, 2017