Bengal Weather Update: শীত আসতে আরও দেরি রাজ্যে, মেঘলা আকাশ কলকাতায়

Bengal Weather Update: আপাতত স্বাভাবিকের তুলনায় উপরেই থাকবে কলকাতার পারদ। কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে সামান্য কুয়াশা এবং শিশির দেখা যাবে। আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া।

Updated By: Dec 13, 2022, 07:59 AM IST
Bengal Weather Update: শীত আসতে আরও দেরি রাজ্যে, মেঘলা আকাশ কলকাতায়

অয়ন ঘোষাল: শীত ভাগ্যে ফের কিছুটা বিলম্ব। ১৫ ডিসেম্বর থেকেই কাঙ্ক্ষিত শীত পাবেনা বঙ্গবাসী। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা স্বাভাবিক অথবা তার উপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে ফের নামতে পারে পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।

কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে সামান্য কুয়াশা এবং শিশির দেখা যাবে। আগামী কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া।

আপাতত স্বাভাবিকের তুলনায় উপরেই থাকবে কলকাতার পারদ। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি থেকে প্রায় এক ডিগ্রি বেড়ে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস হয়। দিনের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকবে। আগের তুলনায় সামান্য বেড়ে তাপমাত্রা হবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৪১ থেকে ৯৮ শতাংশ।

পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণিঝড় মান্দাস বর্তমানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে দক্ষিণের তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা সংলগ্ন এলাকায়। মঙ্গলবার এটি কেরালা উপকূলে আরব সাগরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে বলে জানা গিয়েছে।

আবার নিম্নচাপের চিন্তা বাড়াচ্ছে মানুষের। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি  দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: Kidney Sold: লকডাউনে বিপুল দেনা; কিডনি বেচেও মেলেনি টাকা, পুলিসের দ্বারস্থ কোচবিহারের যুবক

আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরি করাইকাল, কর্ণাটকের কিছু অংশ এবং কেরালায়। দেশের বাকি কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Balurghat: অফিসে ঢুকে গুন্ডাগিরি, চেয়ার তুলে বিডিওর মাথায় বসিয়ে দিলেন বিজেপি নেতা!

উত্তর-পশ্চিম ভারতে আপাতত তাপমাত্রার পরিবর্তন নেই আগামী ৪৮ ঘন্টায়। তারপর থেকে তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে। চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে পরবর্তী দুই থেকে তিনদিনে। পশ্চিম এবং মধ্য ভারতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

আগামী দুদিন ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে উত্তর-পশ্চিম ভারত এবং উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে ঘন থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশেও। এছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.