ভরসন্ধেয় ভাটপাড়া পুরসভায় গুলি, অল্পের জন্য রক্ষা পুর প্রশাসকের, TMC-BJP তরজা

ভাটপাড়া পুরসভা চত্বরে গুলি। আহত পুর প্রশাসকের সহকারী। 

Updated By: Jul 13, 2021, 08:07 PM IST
ভরসন্ধেয় ভাটপাড়া পুরসভায় গুলি, অল্পের জন্য রক্ষা পুর প্রশাসকের, TMC-BJP তরজা

নিজস্ব প্রতিবেদন: থানার অনতিদূরে ভাটপাড়া পুরসভা। পুরসভা চত্বরে মঙ্গলবার ভরসন্ধেয় চলল গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন পুর প্রশাসক হিমাংশু সরকার। তবে আহত হয়েছেন তাঁর সহকারী সৌরভ দাস। ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পরিণাম বলে দাবি করেছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের অভিযোগ, এর পিছনে রয়েছে বিজেপির সমাজবিরোধীরা।   

 

জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভা চত্বরে কথা বলছিলেন হিমাংশু ও তাঁর সহকারী সৌরভ। তখন গেটের বাইরে বাইক রেখে ভিতরে ঢোকে একদল দুষ্কৃতীরা। শুরু হয় বচসা। এরপর গুলি চালায় তারা। হিমাংশুর গুলি লাগেনি। আহত হন তাঁর সহকারী। পুরসভার কোনও কাজের দরপত্র সংক্রান্ত ঘটনার জের কিনা তা তদন্ত করছে দেখছে পুলিস। এখনও কেউ গ্রেফতার হননি। 

Zee ২৪ ঘণ্টাকে বারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, 'ভাটপাড়া পুরসভা শুধু নয় সারা বাংলার একই হাল। অপরাধীদের হাতে চলে গিয়েছে পুরসভা। ৫ মাস ধরে মাইনে নেই। ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে মারধর করেছে। ওখানে পিকে নামে এক অপরাধী বহাল তবিয়তে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। আজ গুলি চলেছে কাল বোমা চলবে। তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের লোককে মেরেছে। একটা সময় পুরসভার ধারেকাছে অপরাধীরা থাকত না। আজ পুরসভার ডাক্তার, ইঞ্জিনিয়াররা মার খাচ্ছেন।' 

বিজেপির দিকে আঙুল তুলেছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁর কথায়,'হিমাংশু তৃণমূলের টাউন সভাপতি। প্রথম দিন থেকে দল করে। পুলিস দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। মনে হয় বিজেপির সমাজবিরোধীরা করেছে।'

আরও পড়ুন- আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের রেজাল্ট; ওয়েবসাইট, অ্যাপ, এসএমএসে জানা যাবে ফল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.